ritabhari, brad pitt
ছবি - সংগৃহীত

ওয়েব ডেস্কঃ- আপনার প্রিয় তারকার গালে তার জন্মদিনে যদি একটা ভালোবাসার চুম্বন এঁকে দিতে পারেন তবে কেমন রোমান্টিক ব্যাপারটা হবে ভাবুনতো! একদম ড্রিম কাম ট্রু-এর মত।

প্রিয় নায়কের জন্মদিন শেষ হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই ঋতাভরী চক্রবর্তী ভালবাসার চুম্বন দিয়ে নিজের স্বপ্ন পূরণ করে ফেলেছেন। এই ব্যাপারটি ইতিমধ্যেই ফেসবুকে আলোড়ন ফেলেছে।

গত শুক্রবার তার প্রিয় নায়ক ব্র্যাড পিটের জন্মদিন ছিল আর এই সুযোগে নায়ক কে চুমুতে ভরিয়ে দিলেন অভিনেত্রী। কিছুটা চমকে গেলেন তো? ব্র্যাড পিট ভারতে আসেননি। প্রিয় নায়কের সাথে দেখা করতে আমাদের বাংলার অভিনেত্রী ঋতাভরীও সুদূর বিদেশে উড়ে যাননি। তিনি এখানেই চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যস্ত।

কৌতুহলী জাগছে? যে, বিষয়টা কেমন হলো! আমাদের অভিনেত্রীর ফেসবুক পেজে নজর রাখলেই পেয়ে যাবেন এর উত্তর। ব্র্যাড পিটের একটি পুতুল রয়েছে তার কাছে, আর সেই পুতুলকেই চুমু দিয়ে নিজের সাধ মেটালেন। এটি নিয়ে একটি ভিডিও দেন তার ফেসবুকে এবং ক্যাপশনে ব্যক্ত করেন, “শুভ জন্মদিন আমার জীবনের অন্যতম ভালোবাসা ব্র্যাড পিটকে। সকলে জানে আমি তাকে কতটা ভালবাসি”।

এর সাথেই হ্যাশট্যাগে জুড়ে দিলেন ‘ব্র্যাড পিট ফ্যান ফর লাইফ’। এই ভিডিও পোস্টটির মাধ্যমে ঋতাভরী তার ফ্যানদের মনে করিয়ে দিলেন তিনি কতটা ভালবাসেন তার স্বপ্নের নায়ক ব্র্যাড পিটকে।রবিবার মুক্তি পেতে চলেছে ঋতাভরীর প্রথম বাংলা সিঙ্গল ‘রুপ সাগরে’। এই গানটি সকলকে তাদের ছেলে-বেলার সময়ের কথা মনে করিয়ে দেবে বলে আশা রাখেন তিনি।