নেইমার, রিচার্ডলিশন, ব্রাজিল, ব্রাজিল লাইনআপ, Neymar, Qatar World Cup, Fifa World Cup, Richardlison
নেইমারকে ছাড়াই মাঠে নামতে চলেছে ব্রাজিল, আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি সুইজারল্যান্ড ও সেলেকাওরা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ– গত ম্যাচে তরুণ রিচার্ডলিশন এর জাদুতে সার্বিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ফেভারিটদের মতনই বিশ্বকাপ অভিযান শুরু করেছে সেলেকাওরা। কিন্তু সার্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত শেষ ম্যাচে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল শিবির। সেই ম্যাচে তাদের তারকা ফুটবলার নেইমারকে রেকর্ড নম্বর ফাউল করেন সার্বিয়ার খেলোয়াড়রা। সেই কারণের জন্যই পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন পিএসজি তারকা। তাই গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে।

কাতারের রাজধানী দোহার স্টেডিয়ামে আজ রাত ভারতীয় সময় রাত ৯.৩০ এবং বাংলাদেশীয় সময় রাত ১০টায় গ্রুপ পর্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ড এর মুখোমুখি হতে চলেছে ব্রাজিল।

নিজেদের বিশ্বকাপ অভিযানের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে দুই দলই। সুইজারল্যান্ড ১-০ গোলের ব্যবধানে ক্যামেরুনের হারিয়েছে। অন্যদিকে ২-০ গোলের ব্যবধানে ব্রাজিল পরাজিত করে সার্বিয়াকে। দুইদলের খাতায় রয়েছে তিন পয়েন্ট করে। আজকের ম্যাচটি যারা জিতবে তারা রাউন্ড অফ সিক্সটিন এর জন্য নিজেদের স্থান নিশ্চিত করে ফেলবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দ্বারা জানা গিয়েছে যে, চোট থাকা সত্ত্বেও নেইমারকে স্কোয়াডে রাখবেন ব্রাজিলিয়ান কোচ তিতে। স্কোয়াডের বাইরে রাখলে সাধারণ দর্শকদের মত গ্যালারিতে বসে খেলা দেখতে হবে তাকে। কিন্তু কোচ তাকে স্কোয়াডে রাখতে চাইছেন যাতে তিনি বেঞ্চে বসে দলের সঙ্গে থাকতে পারেন। অর্থাৎ নেইমার অফিশিয়াল ভাবে এই ম্যাচটিতে খেলোয়াড় হিসেবে স্কোয়াডে থাকবেন বলে শোনা যাচ্ছে।

সুইজারল্যান্ড এর বিরুদ্ধে ম্যাচটির আগে খাতায়-কলমের পরিসংখ্যান ভালোভাবে চোখ রাঙাচ্ছে সেলেকাওদের। আজকের ম্যাচের আগে বিশ্বকাপে সুইজারল্যান্ড দুবার মুখোমুখি হয়েছে ব্রাজিলের। দুটো ম্যাচেই ড্র হয়েছে। ১৯৫০ সালের বিশ্বকাপের ম্যাচ টি ড্র হয় ২-২ গোলে এবং ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের লড়াই শেষ হয় ১-১ গোলে। ২০১৩ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ১ – ০ গোলের ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করেছিল সুইজারল্যান্ড। এখন পর্যন্ত সুইজারল্যান্ড এর বিরুদ্ধে ৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সেলেকাওরা। তার মধ্যে তারমধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল ও দুটি ম্যাচে জয় পেয়েছে সুইজারল্যান্ড আর বাকি চারটি ম্যাচ এর ফলাফল ড্র রয়েছে।

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ব্রাজিল নেইমার নির্ভর নয় বলেই ইঙ্গিত দিয়েছিলেন তিতে। তার প্রমাণ তারা সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে প্রথম ম্যাচেই দিয়েছে। এবার সুইজারল্যান্ড এর বিরুদ্ধে আরও একবার প্রমাণ করার পালা। চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন রক্ষণভাগের আরো একটি খেলোয়াড় ডানিলো। সংবাদ সূত্রে জানা গিয়েছে এই দুইজনের পরিবর্তন হিসাবে দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ এর দুই তারকা রড্রিগো এবং এডার মিলিটাও।

ক্যামেরুনকে হারিয়ে শেষ চার ম্যাচে অপরাজিত রয়েছে সুইজারল্যান্ড। এর মধ্যে দুই ফুটবল পাওয়ার হাউস স্পেন এবং পর্তুগালকে পরাজিত করেছে তারা। এইসব পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে সুইজারল্যান্ড এর বিরুদ্ধে ম্যাচটি সহজ হবে না ব্রাজিলের জন্য। বিশেষ করে নেইমারকে ছাড়া সুইজারল্যান্ডের জমাট রক্ষণভাগ ভেদ করার অনেক বড় পরীক্ষা থাকবে রিচার্ডলিশন, ভিনিসিয়াস ও রফিনহাদের। তবে নেইমার না থাকলেও এই ম্যাচটি জিতে রাউন্ড অফ সিক্সটিন যাওয়ার পথ আজই পাকা করতে চায় ব্রাজিল।।

ব্রাজিলের সম্ভাব্য একাদশঃ- আলিসন বেকার, এডার মিলিটাও ,মারকিউনস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্ডলিশন এবং রাফিনহা।