neymar, brazil, নেইমার, ব্রাজিল, qatar world cup, neymar injured, নেইমারের চোট
বিশ্বকাপে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে, মাঠে নামতে পারবেন না নেইমার | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- ব্রাজিলের এক সংবাদমাধ্যমের খবর থেকে জানা গিয়েছে। গোড়ালির চোটের জন্য গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। জানা গিয়েছে, একই চোটের জন্য বাকি দুটো ম্যাচ খেলতে পারবেন না ডিফেন্ডার দানিলো। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দ্বিতীয় ম্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা খেল ব্রাজিল। গোড়ালির চোটের জন্য গ্রুপ পর্বের দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার।

বিবিসি ছাড়াও ইংল্যান্ড, ফ্রান্স এবং স্পেনের একাধিক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। ব্রাজিল দলের ডাক্তার জানিয়ে দিয়েছেন গোড়ালির চোট দ্রুত সারবে না। তবে রাউন্ড অফ সিক্সটিন থেকে নেইমারকে পাওয়া যাবে বলেই তিনি আশাবাদী।

বিবিসির সূত্র অনুযায়ী গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন না পিএসজি তারকা। ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন ” শুক্রবার দুপুরে নেইমার এবং দানিলোর এমআরআই করা হয়েছে। দুজনেই চোট পেয়েছেন লিগামেন্টে। আপাতত কিছুদিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। বাকি প্রতিযোগিতায় যাতে ওরা সুস্থভাবে খেলতে নামতে পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে।”

ব্রাজিল যদি রাউন্ড অফ সিক্সটিন এর জন্য যোগ্যতা অর্জন করে তাহলে নেইমার মাঠে নামতে পারবেন। ততদিনে চোট অনেকটাই সেরে যাবে বলে মনে করছেন ডাক্তাররা। তবে নেইমার কি পুরোপুরিভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ? সেই কথা এখনো পুরোপুরি ভাবে বলা যাচ্ছে না। নেইমারের ছিটকে যাওয়া সেলেকাওদের কাছে অনেক বড় ধাক্কা। কারণ সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে নেইমারের যথেষ্ট কার্যকারী ভূমিকা ছিল। একটি গোলের ক্ষেত্রেও তার পাস রয়েছে।

সার্বিয়ার বিরুদ্ধে ৮০ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে। ডাগআউটে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাকে। সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্যাকলে গোড়ালিতে আঘাত পান নেইমার। পা ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। কোচ তিতে জানিয়েছেন, “নেমারের পরের ম্যাচে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপে খেলতে দেখা যাবে তাকে।” নেইমার যে আঘাত পেয়েছেন, তা প্রথমে বুঝতে পারেননি তিনি। তিতে বললেন “আমি বুঝতে পারিনি যে নেমারের চোট লেগেছে। ওর ক্ষমতা আছে এই চোট সারিয়ে ফেরার।” যদিও শুক্রবার ব্রাজিলের ডাক্তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন।

প্রথম ম্যাচে নেইমার ভালো খেললেও সমর্থকদের মন জয় করেছেন রিচার্ডলিশন। বিশ্বকাপ শুরুতেই জোড়া গোল করেন তিনি, তার মধ্যে একটি গোল করেন বাইসাইকেল কিকে। রিচার্ডলিশন প্রদর্শনে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। তার দ্বিতীয় গোলটি বুঝিয়ে দিয়েছে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই ব্রাজিল দল। নেইমার, রিচার্ডলিশন, ভিনিসিয়াস এবং রাফিনহাকে রেখে তৈরি আক্রমণভাগ, যারা পায়ের জঙ্গলের মধ্যে থেকেও ফাকা জমি বার করার ক্ষমতা রাখতে পারে।