ভারত সেবাশ্রম, করোনা ভাইরাস
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনার মতো মারণরোগকে কড়া হাতে দমন করার জন্য সবাই যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। চারিদিকে মানুষের হাহাকার শুনে দানবরূপী করোনার সাথে লড়াইয়ে আজ পিছিয়ে নেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও। তাই পূর্বের দীর্ঘ কড়া নিয়ম ভেঙে আজ মানুষের পাশে দাড়িয়ে ভারত সেবাশ্রম।

মানবজাতির এই সংকটের দিনে পাশে দাড়িয়ে সেবা-ধর্মের কথা শোনাচ্ছেন বীর সন্ন্যাসীরা। এই আশ্রমে দীর্ঘ ১০৪ বছর ধরে কোন আমিষ খাবার পরিবেশন করা হয় না। কিন্তু সেই নিয়ম ভেঙে আজ ভারত সেবাশ্রম সংলগ্ন হাসপাতলে তৈরি হচ্ছে আমিষ খাবার।

জানা গিয়েছে, গড়িয়ায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে কোভিড রোগীদের জন্য হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ভর্তি করোনা আক্রান্তদের প্রোটিন জাতীয় খাবারের প্রয়োজন মেটাতে আমিষ খাবারের প্রয়োজন। কাজেই রোগীদের জন্যই দীর্ঘদিনের প্রথা ভেঙে আমিষ খাবার তৈরীর ছাড়পত্র দিয়েছে আশ্রম কর্তৃপক্ষ।

ওখানকার আশপাশের বাসিন্দাদের মতে, চিরকালই মানুষের কষ্টে বাধা-বিপত্তি কাটিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভারত সেবাশ্রম। সেটি প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা রোগব্যাধি কিংবা মহামারী। ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা নিজের সর্বস্ব দিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এখন করোনায় সারাদেশ জর্জরিত। সেইজন্যই নিজেদের অনুশাসনকে কিছুটা শিথিল করে মানব সেবায় মগ্ন ভারত সেবাশ্রম।

এই আশ্রমে দীর্ঘদিন ধরে আমিষ খাবার প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল। এটাই ছিল ওখানকার প্রথা। এতদিনের এই কঠোর অনুশাসন আশ্রমের সকলেই মেনে চলতেন। আশ্রম সংলগ্ন হাসপাতালে প্রস্তুত করা হচ্ছে আমিষ খাবার। তবে সেটা শুধুমাত্র করোনা আক্রান্তদের জন্য। মানবকল্যাণে এবং চিকিৎসকের পরামর্শ মতো আশ্রমের নিষেধাজ্ঞাকে খানিকটা শিথিল করে করোনা আক্রান্তদের পাতে তুলে দেওয়া হচ্ছে আমিষ খাবার।