Pathaan, shah rukh khan, bollywood, পাঠান, শাহরুখ খান, বলিউড
সকল প্রতিবন্ধকতা ভেঙে ভারত ছাড়াও বিদেশে সফল 'পাঠান'! দেখুন কত আয় করল এই সিনেমা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। মুক্তি পাওয়ার পর ছবিটি শুধুমাত্র ভারতে নয়, বিদেশেও একটি দুর্দান্ত প্রথম সপ্তাহান্ত শেষ করল। সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, এটি গত রবিবার ৫৮ কোটি টাকা আয় করেছে।

বক্স অফিস ইন্ডিয়া একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, পাঠান হিন্দিতে ৫৮ কোটি, তেলেগু এবং তামিল ভাষায় ডাব করা সংস্করণের মাধ্যমে আরও ২ কোটি সংগ্রহ করেছে। মুক্তির পর এটি তার প্রথম সপ্তাহান্ত। আর এই কয়দিনে পাঠান ২৬৯ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটি গত বুধবার অর্থাৎ ২৫শে জানুয়ারি মুক্তি পায়।

রবিবার রাতে, চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ পাঠানের রবিবারের ব্যবসার একটি আংশিক পরিসংখ্যান টুইট করেছিলেন। তার প্রাথমিক অনুমান অনুযায়ী মুক্তির ৫ম দিন অর্থাৎ রবিবার পাঠান তার হিন্দি সংস্করণ থেকে মোট ৬০ কোটি থেকে ৬২ কোটি টাকার ব্যবসা করতে পারে। তবে তিনি এও জানান চূড়ান্ত অঙ্কটা এর থেকে সামান্য বেশি বা কম হতে পারে।

রমেশ বালা পাঠানের প্রথম ৫ দিনের বিশ্বব্যাপী ব্যবসার একটি পরিসংখ্যান জানিয়ে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, প্রথম ৫ দিনে পাঠান বিশ্বব্যাপী ৫৫০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করবে। মুক্তির পর থেকে ‘পাঠান’ ভারতবর্ষে শুধুমাত্র তার হিন্দি সংস্করণ নিয়ে যে ব্যবসা করেছে তা হল যথাক্রমে, বুধবার ৫৫ কোটি টাকা, বৃহস্পতিবার ৬৮ কোটি টাকা, শুক্রবার ৩১.৫ কোটি টাকা, শনিবার ৫১ কোটি টাকা এবং রবিবার ৫৮ কোটি টাকা।