পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- সকাল বেলাতেই কলকাতার এসএসকেএম হাসপাতালে চললো গুলি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক পুলিশ কর্মী। সকালেই হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহত ওই পুলিশ কর্মীকে ভর্তি করা হয় ওই হাসপাতালেই। তিনি এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, সকাল বেলাতে এসএসকেএম হাসপাতাল চত্বরে হঠাৎই গুলির আওয়াজে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসএসকেএম হাসপাতালে তখন ডিউটিতে ছিলেন এসসিও এর একজন সাব ইন্সপেকটর।
তাঁর কাছে একটি সার্ভিস রিভলভার ছিল এবং তিনি হাসপাতালে ট্রমা কেয়ারের সামনে গাড়ী রেখে ভেতরে গেলে হঠাৎই গুলির শব্দ ভেসে আসে। আর সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছলে সেই পুলিশ আধিকারিককে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।
যদিও তাঁর পাশ থেকেই তাঁর সার্ভিস রিভলবারটি উদ্ধার হয়। তাঁকে সঙ্গে সঙ্গে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এবং তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা শুরু হয়ে যায়। যদিও এই ঘটনার কারণ এখনও কারোর কাছেই স্পষ্ট নয়।
এই ঘটনাটি আত্মহত্যা না আচমকা সেই বিষয় তদন্ত চলছে। যদিও ওই পুলিশ অফিসারটি সেই সময় ওখানকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এই ঘটনায় রোগী এবং হাসপাতাল চত্বরে তীব্র আতংকের সৃষ্টি হয়।