পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভারত চীন সম্পর্ক আরও চাপানউতোরের মাঝে এসে দাঁড়িয়েছে। এতদিন ভারত সীমান্তে নিজেদের সৈন্য মোতায়েন করে এবং বারবার ভারতের সাথে সমস্ত চুক্তি লঙ্ঘন করে ভারতের সীমানা পেরোনোর চেষ্টা চালিয়েছে চীন। সেই কাজে সফল না হতে পেরে এবারে ভারতের ওপর সাইবার হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে চীন সরকার।
ভারতের প্রযুক্তির ওপর হামলা করার ছক কষছে চীন এমনটাই দাবী করছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। ভারত আমেরিকার সম্পর্ক যেহেতু দিন দিন আরও শক্তিশালী হচ্ছে সেইটাই বর্তমানে চীনের চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে।
বিবেকানন্দ ইন্টারন্যাশানাল ফাউনডেশানের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বলেন যে, ভারতের যেকোনো সাইবার নেটওয়ার্ক অর্থাৎ সেটা সরকারি হোক কিংবা বেসরকারি তাতে চীন বহুকাল থেকেই আড়ি পেতে এসেছে।
যদিও কদিন আগেই ভারতে চীনের ১০০ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। সেই কারণেই চীন আরও বেশী সাইবার হ্যাক করার জন্য উঠে পড়ে লেগেছে বলে দাবী করেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তিনি জানান বর্তমানে করোনা পরিস্থিতিতে যেকোনো রকম সরকারি সংস্থার পরিচয় দিয়ে ভুয়ো মেলের মাধ্যমে সাইবার ক্রাইম ঘটানোর চেষ্টা করছে চীন।
এই মেলে সাড়া দিলেই সমস্ত তথ্য তাদের হাতে চলে যাবে বলে জানাচ্ছে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এই মর্মে চীনকে বাগে আনতে এবং ভারত মহাসাগরে চীনের উপদ্রব কমাতে চারটি শক্তির অক্ষ তৈরি হয়েছে। ভারত সেই অক্ষের এক গুরুত্বপূর্ণ সদস্য। আর ভারতের এই ক্ষেত্রে রণকৌশল জানতে ভারতের ওপর সাইবার অ্যাটাক করতে পারে চীন বলে মনে করছে সেনাবাহিনী প্রধান। সেই কারণেই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।