করোনা ভাইরাস, ভারত, গ্রেট ব্রিটেন
ব্রিটেনকে উচিত শিক্ষা নয়াদিল্লির, ভ্যাক্সিনেশন হওয়ার পরেও ভারতে আসলে থাকতে হবে কোয়ারেন্টাইনে | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতের ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার ওপর কয়েকদিন আগেই অনাস্থা জানিয়েছিল গ্রেট ব্রিটেন। সেই মর্মে ভারত থেকে ভ্যাক্সিনেশন হওয়া মানুষদের ব্রিটেনে গেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকার নিয়ম জারি করেছিল ব্রিটিশ সরকার। এবার এরই পাল্টা জবাব দিলো ভারত।

ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আগামী ৪ঠা অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে, ব্রিটেন থেকে ভারতে আসা ব্রিটিশ নাগরিকদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতেই হবে।

অর্থাৎ ব্রিটেন থেকে যদি কোন ব্রিটিশ নাগরিক করোনা ভ্যাক্সিনের এর দুটি ডোজ নিয়ে ভারতে আসে তাহলে তাদের বিমানে ওঠার ৭২ ঘন্টা আগে এবং ভারতে আসার সঙ্গে ও ভারতে আসার আট দিনের মাথায় আরটিপিসিআর টেস্ট করাতে হবে। এছাড়া ভারতে আসার পর প্রথম ১০ দিন ব্রিটিশ নাগরিকদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তবে ব্রিটেনে থাকা ভারতীয় নাগরিকদের জন্য এই নিয়ম লাগু হবে না। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার ?

প্রসঙ্গত, গত ৮ ই আগস্ট ইংল্যান্ডের তরফ থেকে ভারতীয় পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা ‘রেড লিস্ট’ থেকে ‘আম্বার লিস্টে’ স্থানান্তরিত করা হয়েছিল। এই লিস্টে থাকার কারনে ভারত থেকে ব্রিটেনে যাওয়া টুরিস্টদের জন্য যদি তারা ভারতে ভ্যাকসিনেশন নিয়ে থাকে তাহলেও তাদের ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে এই নিয়ম চালু করেছিল ব্রিটিশ সরকার। ব্রিটেনের সেই সিদ্ধান্তেরই জবাব দিল নয়াদিল্লি, এমনটাই মনে করা হচ্ছে আন্তর্জাতিক মহলে।