পশ্চিমবঙ্গ ডেস্কঃ এবার ব্যাংক কর্মীরাও স্পেশাল ট্রেনে করে যাতায়াত করতে পারবেন। গতকাল সোমবার ব্যাংক কর্মীদের উদ্দেশ্যে বিশেষ রেলের জন্য রাজ্য সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
করোনা পরিস্থিতির জেরে লকডাউন এর পথে হেঁটেছে রাজ্য। করোনা সংক্রমণ এড়াতে এমন পদক্ষেপ রাজ্য সরকারের। তবে লকডাউন থাকলেও বাজার ঘাট ও ব্যাঙ্কগুলি জরুরী ভিত্তিতে খোলা রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবারের লকডাউন এর মতনই সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ব্যাংক খোলা রাখার ঘোষণা করা হয়েছে।
তবে ব্যাংক কর্মীরা যাতায়াত করতে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন। অনেকেই ব্যাংকের সঙ্গে কর্মরত অবস্থায় রয়েছেন। কিন্তু প্রতিনিয়ত তাদেরকে ট্রেনে চেপে গন্তব্যস্থলে পৌঁছাতে হয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি আধিকারিকদের জন্য স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করলেও ব্যাংক কর্মীদের জন্য এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
তবে এবার জরুরী ভিত্তিতে ব্যাংক কর্মীরা স্পেশাল ট্রেনের পরিষেবা পেতে চলেছে খুব শীঘ্রই। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি চিঠি রেল কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছায়। স্পেশাল ট্রেনে ব্যাংক কর্মীরা যাতায়াত করলে কোন রকম অসুবিধা নেই বলে জানিয়েছে রাজ্য সরকার। এছাড়াও আগামী ১৫ ই জুন পর্যন্ত ব্যাংকের গ্রাহকদের জন্য পরিষেবা সকাল ১০ টা থেকে ২ টো পর্যন্ত চালু রাখার কথা জানানো হয়েছে।
এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির মধ্য দিয়ে ব্যাঙ্কগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে তারা কাজ চালাতে পারবে। এছাড়াও জানানো হয়েছে, প্রথম বারের লকডাউন এর মতই মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে কেবলমাত্র ব্যাংক ছুটি থাকবে এবং বাকি দিনগুলি স্বাভাবিকভাবে কাজকর্ম চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।