জেলা স্বাস্থ্য দপ্তর, বারাসাত, অগ্নিকাণ্ড, jela sastha daftar, barasat, fire
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনাকালে নতুন সংকট। মধ্যরাতে বারাসাতের হাটখোলায় জেলা স্বাস্থ্য দপ্তরের ঔষধের গোডাউনে আগুন লাগে। ২৬ ঘণ্টা ধরে জ্বলতে থাকে সেই গোডাউনটি। প্রথমাবস্থায় আগুন কোন ভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না।

দীর্ঘ প্রচেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রবিবার ভোরের দিকে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়। আগুনের তীব্রতা অধিক থাকায় আশেপাশের বাসিন্দারাও দমকল বাহিনীর উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

সূত্রের খবর, এসির দ্বারা এই আগুন লাগে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিটের কারণে আগুন চারিধারে ছড়িয়ে পড়ে। আশেপাশের বাসিন্দারা লক্ষ্য করেন যে, গোডাউন থেকে কালো ধোঁয়াতে ভরে যাচ্ছে এলাকা। এরপর তারা দমকল বাহিনীকে দ্রুত খবর দেয়।

চোখের পলক ফেলতে না ফেলতেই আগুন তীব্রতর রূপ নেয়। আগুন লাগার কারণে মোট ৩০ কোটি টাকার ঔষধ এবং চিকিৎসার জিনিস নষ্ট হয়ে গিয়েছে বলে ধারণা। গোডাউনের পাশে একটি গোদাম ঘরে কোভিড ১৯ এর ভ্যাকসিন রাখা ছিল। দমকল সঠিক সময় আসায় এবং বাসিন্দাদের সহায়তায় পাশের গোদাম ঘরে আগুন ছড়াতে পারেনি।

ঔষধ ছাড়াও অগ্নিদগ্ধ গোদাম ঘরটিতে পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি সরঞ্জাম রাখা ছিল। এ ছাড়াও কয়েকটি এনালাইজার মেশিন নষ্ট হয়ে গিয়েছে। এইসবের জন্য স্বাস্থ্য দপ্তর যথেষ্ট চিন্তার মুখে রয়েছে। কিভাবে দ্রুত এর ক্ষতি পূরণ করা যায় এবং হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রীর যোগান দেওয়া যায় সেই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকারকে ঘটনা সম্পর্কে জানিয়েছে।