পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত দুদিনের ঝটিকা সফর শেষে শীত বিদায় নিতে চলেছে বাংলা থেকে। আগামী শনিবার শিবরাত্রি আসার আগেই আবারো তাপমাত্রা নিজের স্বমহিমায় ফিরবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, কলকাতা শহরের উপরে শীত অনুভূত না হলেও, তার পার্শ্ববর্তী জেলাগুলি বা পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডার আমেজ পাওয়া যাবে। তাছাড়া উত্তরবঙ্গের আবহাওয়ায় আরো বেশ কিছুদিন শীত শীত ভাব থাকবে। দেখে নিন কেমন থাকবে আজকের (১৫ই ফেব্রুয়ারী ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ০ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৬০ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪১ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ০৯মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩৩মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
বরাবরই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ থেকে শীত দেরিতে বিদায় নেয়। এবারও তার অন্যথা হবে না। মাঝ ফেব্রুয়ারিতে এসেও উত্তরবঙ্গের বহু জায়গায় এখনো তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে গোটা উত্তরবঙ্গের কোথাও আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুধু বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু জেলায় ভোরের দিকে কুয়াশা দেখা গিয়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বর্তমানে উত্তরবঙ্গের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা থেকে শীত বিদায় নিলেও জেলার তাপমাত্রা এখনই বাড়াবাড়ি রকমের পর্যায়ে পৌঁছবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষত, পশ্চিমের জেলাগুলিতে সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। রাতের তাপমাত্রা আগামী ৫ দিনে ধীরে ধীরে ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। গোটা দক্ষিণবঙ্গের কোথাও এই মুহুর্তে বৃষ্টির দেখা মিলবে না। তবে ভোরের দিকে বিক্ষিপ্ত ভাবে কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। আজ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটের উপর ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকালের আবহাওয়া আজকের থেকে খুব বেশি পরিবর্তিত হবে না। তবে রাতের তাপমাত্রা আজকের তুলনায় ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী শনিবারের পর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছবে। কলকাতা শহরের উপরে দিনের বেলায় শীতের লেশমাত্র অনুভব করা যাবে না। কলকাতায় শীত বিদায় নিলেও পশ্চিমের জেলাগুলি এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতে সকাল এবং রাতের দিকে সামান্য শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী এক সপ্তাহ জুড়ে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে।