উপনির্বাচনঃ হলফনামায় তথ্য গোপনের অভিযোগ মমতার বিরুদ্ধে, দাবি মনোনয়ন বাতিলের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের সরগরম রাজ্য রাজনীতি। আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তথ্য গোপনের অভিযোগ এনে উপনির্বাচনে মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ভবানীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, ভবানীপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর এজেন্ট সজল ঘোষ, আজ নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে লেখা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বিরুদ্ধে পাঁচটি মামলার কোন উল্লেখ করেননি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায়।

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর এজেন্ট সজল ঘোষ এই বিষয়ে বলেন “সরকার মাথা থেকে পা অবধি মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে, তার প্রমাণ আবার পাওয়া গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে যে হলফনামা জমা দিয়েছেন সেখানে কোথাও উল্লেখ নেই তার বিরুদ্ধে চলা মামলা গুলির। আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছি এবং আমরা চাইছি যাতে ওনার নমিনেশন বাতিল করা হোক।”

তবে কি হতে পারে এরপর নির্বাচন কমিশনের পদক্ষেপ ? তার ওপরে নজর রয়েছে সকলের। রাজনৈতিক কূটনীতিবিদদের কথায় এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং কেন তিনি এই মামলাগুলির উল্লেখ করেননি সে বিষয়ে জানতে চাওয়া হতে পারে। এর সাথেই মামলাগুলির বিষয়ে থানা থেকে তথ্য জেনে নেবে নির্বাচন কমিশন। তবে মনোনয়ন বাতিল হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর মাত্র ১৫ দিন পর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই চিঠির মাধ্যমে ইতিমধ্যেই যে নতুন বিতর্ক সৃষ্টি হতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।