বিধানসভা ভোট, তৃণমূল, বিজেপি, সিপিআইএম
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবারে ভোট দুর্নীতি খাস কোলকাতায়। যাদবপুর বিধানসভা কেন্দ্রের রায়পুর ক্লাবের প্রাথমিক স্কুলে ৩০৭ নম্বর বুথে হেভিওয়েট প্রার্থী অর্থাৎ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম এর প্রার্থী তথা সুজন চক্রবর্তীর পোলিং এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের দিকে।

আক্রান্ত পোলিং এজেন্ট তথা সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম এর প্রার্থী তথা সুজন চক্রবর্তীর পোলিং এজেন্টের নাম হল দিপ্তী লাহিড়ী। আক্রমণের তীর তৃণমূলের দিকে। অভিযুক্তের নাম হল সুভদ্র কুমার। বুথের ভিতরে এই কাণ্ড যখন চলছিল তখন বুথের বাইরেও সমানে তাণ্ডব চালিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা সৌরভ ঘোষ।

আজ রাজ্যে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব চলছে। সেই ভোট গ্রহণ পর্ব ঘিরে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সকালে উত্তপ্ত ছিল উত্তরবঙ্গ। আসতে আসতে বেলা বাড়লে খাস কোলকাতার বুকে শুরু হয় অশান্তি।

যাদবপুর ছাড়াও কসবাতেও অশান্তির আভাষ পাওয়া যায়। কসবা বিধানসভা কেন্দ্র থেকে অভিযোগ আসে যে, ভোটের দিন আগের রাতে তৃণমূল কর্মীরা এলাকার সমস্ত বাড়িতে গিয়ে ভোটারদের থেকে ভোটার কার্ড সংগ্রহ করে নিয়ে আসে। এছাড়াও কসবা এলাকায় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খানের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের দিকে।

সকাল থেকেই চলছে চতুর্থ দফার বিধানসভা ভোট। মোট ৪৪ টি আসনে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সারা বাংলাকে কার্যত নিরাপত্তার ঘেরা টোপে মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। তবুও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এই নিয়ে সকলেই উদ্বিগ্ন। যদিও এই প্রসঙ্গে শাসক দলের কাছ থেকে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায় নি।