ওয়েব ডেস্কঃ- বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা (Tesla) এবার পা রাখতে চলেছে ভারতে। ভারতের বাজারে এলেন মাস্কের এই গাড়ি সংস্থাটি নিয়ে খুবই চর্চা চলছে। ৮ জানুয়ারি কর্নাটকের ব্যাঙ্গালুরুতে টেসলা গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি তাদের নাম নথিভূক্ত করিয়েছে। এই ইউনিটের নাম দেওয়া হয়েছে” টেসলা ইন্ডিয়া মোটরস অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটেড”।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (B.S. Yediyurappa) এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি এলেন মাক্স কে স্বাগত জানিয়েছেন। আমেরিকার ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা, কর্নাটকের ব্যাঙ্গালুরুতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটি তৈরি করার খবর নিশ্চিত করতে, কর্নাটকের মুখ্যমন্ত্রী ‘বিএস ইয়েদুরাপ্পা (B.S. Yediyurappa)’ টুইট করে বলেন, “গ্রীন মোবিলিটির দিকে ভারতের যাত্রা কে নেতৃত্ব দিচ্ছে কর্ণাটক। ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা ভারতে কাজ শুরু করবে। ব্যাঙ্গালুরুতে আর অ্যান্ড ডি ইউনিটি তৈরি হবে। আমি এলেন মাস্ককে ভারত এবং কর্ণাটকে স্বাগত জানাই”।
১২ জানুয়ারি তথা মঙ্গলবার তথ্য প্রকাশ্য অনুযায়ী, টেসলা (Tesla) অভিযান শুরু করার জন্য কর্ণাটক ছাড়াও আরো ৪ টি রাজ্য সরকারের সঙ্গে কথা বলছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা। কর্ণাটক ছাড়াও মহারাষ্ট্র, গুজরাট, অন্ধপ্রদেশ, তামিলনাড়ু সরকারের সঙ্গে আলোচনা করছে টেসলা কর্তৃপক্ষ। ইতিমধ্যে কর্ণাটক সরকার কয়েকটি জায়গার তালিকার প্রস্তাব করেছেন টেসলা কর্তৃপক্ষকে। এই তালিকার মধ্যে তুমকুরও একটি লোকেশনে টেসলা তার উৎপাদন শুরু করবে বলে জানা গেছে।
টেসলা (Tesla) কোম্পানির গাড়ি গুলি ২০২০ সালে ভারতের বাজারে আত্মপ্রকাশ করবেন বলে জানিয়েছিলেন টেসলা সিইও। ২০২০ সালের ডিসেম্বরের টেসলা এর চিফ এক্সিকিউটিভ অফিসার এলেন মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন যে তার সংস্থা ২০২১ সালে আত্মপ্রকাশ করবে। কিন্তু এবার টেসলা সংস্থার গাড়ি গুলি ভারতের বাজারে পা রাখতে চলেছে। ৮ ই জানুয়ারি ভারতে নথিভূক্ত করিয়েছেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির সংস্থা টেসলা।
যদিও টেসলা আসার খবরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা টুইট করে জানান, কিন্তু টেসলা কোম্পানির গাড়ি গুলি অটোকার বলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মিম এবং খিল্লি করছেন। অনেকের মতে টেসলার (Tesla) তৈরি উন্নত প্রযুক্তির গাড়ি গুলি ভারতের রাস্তায় চলতে কি সক্ষম হবে। এই নিয়ে ভারতের বাজারে খুবই চর্চা চলছে।