পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের পাঠানো টাকা তছনছ করেছে রাজ্য, এমনই অভিযোগ করে জনস্বার্থে মামলা করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সুমনশঙ্কর চট্টোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী ঋত্বিক পাল। এই মামলা রুজু হওয়ায় রাজ্যের অর্থসচিবকে জুড়তে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সোমবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।
সূত্রের খবর, আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে রাজ্যের বিরুদ্ধে। রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের পাঠানো ২ লক্ষ ৩০ হাজার টাকা তছনছ করেছে রাজ্য সরকার। অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং অপর বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ দিয়েছেন রাজ্যের অর্থ সচিবকে এই মামলায় জুড়তে। এর পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে যে, রাজ্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে যারা অভিযোগ করেছেন তাদেরও এই মামলায় যুক্ত করতে হবে।
এ প্রসঙ্গে জানা গিয়েছে, জনস্বার্থে কেন্দ্রের পাঠানো টাকা লুট করা নিয়ে একাধিকবার কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে রাজ্য তরফে। রাজ্যের শাসকদলের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী একাধিকবার কেন্দ্রের বরাদ্দ টাকা নয়ছয় করার অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন মোদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রককে।
বারংবার এই অভিযোগ ওঠায় বিরোধী দলনেতার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিযোগ পৌঁছল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এই বিষয়ে খতিয়ে দেখার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন রাজ্যের অর্থসচিব ও কেন্দ্রীয় সংস্থা ক্যাগকে যুক্ত হতে। এমনকি এই বিষয়ে খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের দাবি জানায় অভিযোগকারীরা।