জন্মদিনে নাবালিকাকে ডেকে ধর্ষণ, nodia, হাঁসখালি, tmc
জন্মদিনে নাবালিকাকে ডেকে ধর্ষণ, রাতেই দাহ করা হল দেহ, কাঠগড়ায় তৃণমূল নেতার ছেলে | ছবি - পশ্চিমবঙ্গ.কম

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ফের মর্মান্তিক ঘটনা ঘটল নদীয়ার হাঁসখালিতে। জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের পর ওই রাতেই মৃত্যু হয় নাবালিকার, কিন্তু ডেড সার্টিফিকেট ছাড়াই ওই রাতেই নাবালিকার দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে উঠছে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার হাসখালি থানার গাজনা এলাকায়। জানা গিয়েছে, গত সোমবার বিকেল চারটে নাগাদ এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তাকে একটি মহিলা বাড়িতে দিয়ে যায়। তার দেহে অসুস্থতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। এমন অবস্থার কারণ জানতে চাইলে ওই মহিলা জানান, ওই নাবালিকা মাথা ঘুরে পড়ে গিয়েছিলো। এছাড়াও ওই মহিলা জানান, যেন ওই নাবালিকাকে কোন নার্সিংহোম বা প্রাইভেট ডাক্তারের কাছে চিকিৎসা করানো হয়। যদি তারা কোন অন্যরকম পদক্ষেপ নেয় তাহলে তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বলেও ওঠে অভিযোগ।

তারপর পেটের ব্যথা শুরু হয় ওই নাবালিকার। তড়িঘড়ি করে স্থানীয় একটি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ওই নাবালিকাকে। কিন্তু ওই চিকিৎসক জানান, নাবালিকার পরিস্থিতি খুবই সংকটজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছে। এরপর সমস্ত ঘটনাটি পরিবারের কাছে স্পষ্ট হতে থাকে।

প্রাথমিক চিকিৎসার পর ওই নাবালিকাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু ওই রাতেই মৃত্যু হয় ১৪ বছরের ওই নাবালিকার। তবে এই ঘটনায় ওই নাবালিকার পরিবারের অভিযোগ, ওই রাতেই হঠাৎ করে বাড়িতে হাজির হয় পাড়ার কয়েকজন ছেলেরা। পাড়ার ছেলেরাই ওই রাতেই নাবালিকার দেহ নিয়ে সৎকার্য করতে উদ্যত হয়। জানা গিয়েছে, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি শ্মশান রয়েছে। সেই শ্মশানের দিকেই নাবালিকার দেহ নিয়ে রওনা দেয় পাড়ার ছেলেরা। ওই রাতেই কোনরকম ডেড সার্টিফিকেট ছাড়াই ওই শ্মশানে নাবালিকার দেহ দাহ করা হয়। এমনকি ওই রাতের মধ্যেই শ্মশানের সমস্ত কাঠ-কয়লা পরিষ্কার করে ফেলা হয়। তবে পরিবারের সদস্যদের কাছে একটাই প্রশ্ন উঠেছে বারবার। ওই রাতে মৃত্যুর খবর পাড়ার ছেলেরা কিভাবে পেল ?

এই ঘটনায় আজ রবিবার, হাঁসখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। তবে এই ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির ছেলে সোহেল গয়ালির জন্মদিনে গিয়েছিল ওই নাবালিকা। কিন্তু বাড়িতে ফিরেই এমন অবস্থা। এমনকি এই ঘটনার কথা কাউকে কিছু বললে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ নাবালিকার পরিবারের। তবে এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।