Ek Dake Abhishek, Abhishek Banerjee, TMC, এক ডাকে অভিষেক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল
কল করলেই হাজির 'এক ডাকে অভিষেক'!

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আলিপুর আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী, ইতিমধ্যে বুধবার অর্থাৎ ১৫ই মার্চ থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির জেরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। এদিকে রাজ্যজুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরিস্থিতিতে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করলেই পাওয়া যাচ্ছে সমাধান।

বেশ কিছুদিন আগে পৈলানে একটি জনসভা সংঘটিত হয়েছিল। আর সেখানেই মুক্ত মঞ্চ থেকে ডায়মন্ড হারবারের সাংসদ ঘোষণা করেছিলেন একটি নম্বর। নম্বরটি হল ৭৮৮৭৭৭৮৮৭৭। এই নম্বরে ফোন করলেই পাওয়া যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্য। আর এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘এক ডাকে অভিষেক’। তিনি ঘোষণা করে বলেছিলেন যে, কোন জরুরীভিত্তিক প্রয়োজনে এই নম্বরে ফোন করলে পাওয়া যাবে সমাধান।

এই নম্বরে ফোন করলে সত্যিই সমাধান পাওয়া যায় কিনা তার প্রমাণ পাওয়া গেল উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রবল ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে অসুবিধায় পড়ে অসংখ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঠিক তখনই মানুষ সাহায্যের জন্য ফোন করে এই নম্বরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সমস্ত সমস্যার কথা শোনেন এবং তারপরে তৎপর হয়ে সমস্যার সমাধানে লেগে পড়েন।

তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন যে, উত্তরবঙ্গে বিদ্যুৎ চলে যাওয়ায় কতটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় এলাকাবাসী। যদিও তিনি সমস্যার সমাধান করতে দেরী করেননি। প্রায় ২৫০ জন কর্মচারী পাঠানো হয় যাতে দ্রুত কাজকর্ম সম্পন্ন করা সম্ভব হয় এবং তিনি এটিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ৬ থেকে ৮ ঘন্টার মধ্যেই তিনি এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেবেন। যদিও বিরোধীদল ব্যঙ্গ করে বলেছেন, সামনে পঞ্চায়েত ভোটের জন্যই এতটা তৎপরতা। ভোট চলে গেলে এই নম্বরও অচল হয়ে যাবে।