Brazil, qatar world cup, football world cup, cameroon
ব্রাজিলকে হারাতে আজ মরিয়া হয়ে মাঠে নামবে ক্যামেরুন, কেমন হতে পারে ব্রাজিলের প্রথম একাদশ

বিশ্বকাপ ফুটবলঃ- ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামতে চলেছে ব্রাজিল, প্রতিপক্ষ আফ্রিকার ক্যামেরুন। চোট আঘাতে জর্জরিত হওয়ায় ব্রাজিলের প্রথম একাদশে এই ম্যাচে থাকছেন না তিন তারকা। নেইমার এই ম্যাচটা খেলতে পারবেনা। প্রথম দুই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করায় আজকের ম্যাচটি তাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে ক্যামেরুন শেষ ষোলোয় নিজেদের স্থান নিশ্চিত করার জন্য মরিয়া হয়ে খেলতে নামবে আজ। প্রথম দুই ম্যাচে থেকে ১ পয়েন্ট পেয়ে আফ্রিকান দলটির সামনে  এই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই।

অন্যদিকে গ্রুপ জি- র আরেকটি ম্যাচে সার্বিয়া যদি সুইজারল্যান্ডকে এক গোলে পরাস্ত করে তাহলে গোলসংখ্যার ব্যবধানে ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছাবে তারা। সুইজারল্যান্ড এর বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ক্যামেরুনরা। ব্রিল এম্বলো নিজের মাতৃভূমির বিরুদ্ধে গোল করে সুইসদের জয় এনে দিয়েছিলেন। সার্বিয়ার বিরুদ্ধেও ৩-১ গোলের ব্যবধানে পিছিয়ে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ৩-৩গোলের সমতা ফিরিয়ে এনে মাঠ ছাড়ে রবার্ট সংয়ের দল। এই ড্র এখনো রাউন্ড অফ সিক্সটিন এ যাওয়ার সামান্য আশা বাঁচিয়ে রেখেছে ক্যামেরুন দের। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিলের বিরুদ্ধে কিছু একটা করে দেখানোর মত যোগ্যতা যে তাদের আছে তা তারা আগের দুই ম্যাচেই প্রমাণ করেছে।

অন্যদিকে, এবছরের বিশ্বকাপে সেলেকাওরা এখনো কোনো রকমের গোল হজম করেনি। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি সার্বিয়ার সঙ্গে ২-০ গলে জয় পেয়েছিল তারা এবং সুইজারল্যান্ড এর বিরুদ্ধে ১-০ গোলে জিতে গ্রুপ শীর্ষে অবস্থান করছে তিতের ছেলেরা। ২০১৪ বিশ্বকাপে শেষবারের মতো ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ঘরের মাঠে সেইসময় নেইমারের জোড়া গোলে ব্রাজিল ৪-১ এর ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছেড়ে ছিল। বাকি দুটো গোল করেছিলেন ফ্রেড এবং ফার্ডিনান্দো। কিন্তু চোট থাকার কারণে নেইমার এই ম্যাচটি খেলতে পারবেন না। আজকের ম্যাচটি জিতে নিতে পারলেই গ্রুপ শীর্ষে থেকে শেষ করবে ব্রাজিল।

এছাড়া, কোচের সাথে বিরোধিতা করার অভিযোগে ইতিমধ্যে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে ক্যামেরুনের দলের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে। চোট আঘাত থাকার কারণে ব্রাজিল দলে দেখা যাবে না বেশ কয়েকজনকে, যাদের মধ্যে অন্যতম অ্যালেক্স সান্দ্রো। কোমরে আঘাত লাগার কারণে গত ম্যাচে শেষ দিকে তিনি মাঠের বাইরে চলে এসেছিলেন। তার অনুপস্থিতি হিসেবে এলেক্স টেলেসকে প্রথম একাদশে রাখা হবে। গত ম্যাচের শেষ সাত মিনিট তিনি মাঠে নেমেছিলেন। গোড়ালির চোটের কারণে নেইমারকে এই ম্যাচের জন্য বিশ্রামে রাখা হবে। যেহেতু নকআউট পর্ব নিশ্চিত হয়ে রয়েছে তাই জন্য দলের বেশ কয়েকটা খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন ব্রাজিলিয়ান কোচ তিতে । এর ফলে ব্রুনো গুইমারেস ,গ্যাব্রিয়েল জেসুস ,অ্যান্টনি আরো বেশি সময় খেলার সুযোগ পেতে পারেন।

ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশঃ
এলিসন বেকার , এডার মিলিটাও, থিয়াগো সিলভা, মারকুইনহোস, এলেক্স টেলেস, ব্রুনো গুইমারেস ,ক্যাসেমিরো ,রদ্রিগো, অ্যান্টনি, ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল জেসুস।