tet, tet agitation, camac street, primary tet, টেট দুর্নীতি, আন্দোলন, বিক্ষোভ
'হয় নিয়োগ নয় মৃত্যু', টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত ক্যামাক স্ট্রীট

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে মহানগরে। বিক্ষোভ শুরু করেছে চাকরিপ্রার্থীরা। কলকাতার রাস্তায় আন্দোলনে নেমেছেন টেটের চাকরিপ্রার্থীরা। ওই আন্দোলনে পুলিশে বাধা দিতেই ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশ এবং চাকরি প্রার্থীদের মধ্যে। ইতিমধ্যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে রক্ত ঝরেছে কয়েকজন চাকরিপ্রার্থীর। তাদের দাবি একটাই,’হয় নিয়োগ নয় মৃত্যু।’

বুধবার দুপুর থেকেই কলকাতার রবীন্দ্র সদনের এক্সাইড মোড়ে জড়ো হতে থাকে ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাদের এই কর্মসূচি কোনরকম ভাবে আগে থেকে ঘোষণা করা হয়নি। হঠাৎই কলকাতায় ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা জমাট হতে শুরু করে। কিছু কিছু চাকরিপ্রার্থীতো মেট্রো করে এসে রবীন্দ্র সদন স্টেশনে নেমে ওই জামায়াতে যোগদান করতে শুরু করে।

২০১৪ সালের চাকরিপ্রার্থীদের ওই জমায়েতকে সামাল দিতে মোতায়েন করা হয় এক বিরাট পুলিশ বাহিনীকে। শান্ত এক্সাইড মোড় ধীরে ধীরে ধুন্ধুমার পরিস্থিতিতে পরিণত হতে শুরু করে। পুলিশ চাকরিপ্রার্থীদেরকে তুলতে শুরু করে প্রিজনভ্যানে। রিতিমত ধুন্ধুমার পরিস্থিতিতে পরিণত হয় কলকাতা। ওই চাকরিপ্রার্থীদের আটকাতে পুলিশ তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তুলতে শুরু করে। কিছু কিছু চাকরিপ্রার্থীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তুলতে দেখা গিয়েছে পুলিশকে। আবার চাকরিপ্রার্থীদের মধ্যে কাউকে দেখতে পাওয়া গিয়েছে প্রিজন ভ্যানের চাকার নিচে শুয়ে পড়তে। তাদের একটাই দাবি, ‘নিয়োগ দিন নয় মৃত্যু।’

পুলিশ কর্মীরা যখন প্রিজন ভ্যানের নিচে থেকে চাকরিপ্রার্থীদেরকে টানতে টানতে বার করতে শুরু করে তখনই সুযোগ পেয়ে প্রিজনভ্যানে আটক হয়ে পড়া চাকরি প্রার্থীরা বাইরে বেরিয়ে এসে ধুমধুমার পরিস্থিতি তৈরি করে এক্সাইড মোড়ে।

ধুন্ধুমার পরিস্থিতিকে শান্ত করতে গিয়ে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে পুলিশ কর্মীরা। ওই পরিস্থিতিকে সামাল দিতে পুলিশ রাস্তায় চলতি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে ওই বাসে তুলতে শুরু করে বিক্ষোভকারীদেরকে। পরিস্থিতিকে ঠান্ডা করতে ডিসি সাউথের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশবাহিনী৷ পুলিসের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে কয়েকজন চাকরিপ্রার্থীর মাথা ফেটে গিয়েছে। একই সঙ্গে কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থও হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের বিক্ষোভে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওই স্থানে।