করোনা ভ্যাকসিন, মদ্যপান
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতে ১লা এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে ৪৫ বছরের বেশী বয়সের সকলকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দান। যদিও এর অনেক আগে থেকেই ভারতে ৬০ বছরের বেশী বয়সের মানুষদের ভ্যাক্সিনেশান শুরু হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে একটা বড় প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসকদের।

প্রশ্নটা হল করোনা ভাইরাসের টীকা নেওয়ার পর মদ্যপান করা আদৌ সম্ভব কি ?

এই  প্রশ্নের উত্তরে চিকিৎসক বা বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবার পর মদ্যপান করা যেতেই পারে তাতে অসুবিধের কোনও কারণ নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক এই বিষয় প্রথম থেকেই পরিষ্কার যে, করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবার পর মদ্যপান করা যেতে পারে তাতে ভ্যাক্সিনের কার্যকারিতার ওপর কোনও প্রভাব পড়বেনা।

করোনা ভ্যাকসিন নেবার পর অনেকেই মনে করছিলেন যে, মদ্যপান করলে হয়ত করোনা ভাইরাসের ভ্যাক্সিনের প্রভাব কমে যাবে বা তার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বা কমে যাবে। কিন্তু এমনটা মনে করবার কোনও কারণ নেই বলে জানিয়েছেন। করোনা ভাইরাসের ভ্যাকসিন এবং অ্যালকোহল এর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে, ” বিশেষজ্ঞদের মতে অ্যালকোহলের ভ্যাক্সিনের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করার কোনও প্রমাণ নেই।”

করোনা ভাইরাসের ভ্যাকসিন এবং অ্যালকোহল এর প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র নিয়ন্ত্রক মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটারি এজেন্সি জানায় যে,”মদ খাওয়ার ফলে কভিড – ১৯ এর ভ্যাক্সিনের কার্যকারিতা নষ্টের কোনও প্রমাণ বর্তমানে পাওয়া যায়নি। আমরা এই সম্পর্কিত যেকোনো ব্যাক্তিকে তাদেরকে চিকিৎসকের সাথে কথা বলার পরামর্শ দেব।”