mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, tmc, তৃণমূল কংগ্রেস, টিএমসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে বিধানসভা নির্বাচন ভোটকে ঘিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে একাই কাঁপিয়ে তুলেছেন গোটা রাজ্য। নির্বাচনী প্রচারের পর এবার বিশেষ জোর দিলেন ভোট গণনা কে কেন্দ্র করে। ভোট গণনা নিয়ে প্রার্থীদেরকে বিশেষ সর্তকতা জারি করতে সমস্ত প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে আজ ভার্চুয়াল বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘশ্বাস নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বঙ্গে তৃণমূল কংগ্রেস ফের সরকার গড়তে চলেছে। আর কোনো সন্দেহ নেই।” ভোট গণনা কে কেন্দ্র করে প্রার্থীদের সঙ্গে আজ শুক্রবার বিশেষ বৈঠক করলেন মমতা। বৈঠকের পর এক প্রার্থী জানিয়েছেন, “তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভোটগণনা কেন্দ্র ছাড়লে চলবে না। সংবাদমাধ্যমগুলো সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়ে গেছে। প্রথম দিক থেকেই দেখা যাবে বিজেপি এগিয়ে আছে। তাতে করে ঘাবড়ালে চলবে না।”

এছাড়াও তিনি আরও জানিয়েছেন, “হতাশায় গণনা কেন্দ্র ছেড়ে আসা ঠিক হবে না। শেষপর্যন্ত আমরাই জিতবো। বিজেপি অনেক রকম বদমাইশি করতে পারে। ওরা অনেক রকম ফাঁদ পেতে রাখতে পারে, তবে ওদের কোন ফাঁদে পা দিলে চলবে না। আমাদের জয় নিয়ে কোন প্রশ্ন নেই। বিভ্রান্তিমূলক প্রচারে যেন কেউ কান না দেন।”

এদিনের ভার্চুয়াল বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদেরকে নির্দেশ দিয়েছেন, যেন প্রার্থীরা গণনা কেন্দ্রে খাতা-কলম নিয়ে যান। যার ফলে ভুলভ্রান্তি কম হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রার্থীরা খাতা-কলম নিয়ে সকাল-সকাল গণনা কেন্দ্রে পৌঁছে যাবেন এবং তারা যেন শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে উপস্থিত থাকেন” সেই নির্দেশ দিয়েছেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় প্রার্থীদের কে নিশ্চিত করেছেন যে তারা প্রচুর আসনে জয় লাভ করে ফের রাজ্যে সরকার গড়েছে। তৃণমূল নেত্রী জানিয়েছেন, “এবার তৃণমূলের জয় নিশ্চিত। তবে বিজেপি গোলমাল বাধানোর চেষ্টা করবে। তাই প্রার্থীরা সব সময় সতর্ক থাকবেন। গণনা কেন্দ্রে কোন রকম সমস্যা দেখলেই সঙ্গে সঙ্গে যেন দলীয় নেতৃত্ব কে জানাবেন এবং গণনা কেন্দ্রে যদি কেউ জল, বিড়ি, সিগারেট বা কোনও কিছু খাওয়ার জন্য দেয় তাহলে কেউ তা নেবেন না।”

“গণনা কেন্দ্রে এজেন্ট দের জন্য দুটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রে কোনও প্রকার সমস্যা দেখা দিলেই যেন তারা সঙ্গে সঙ্গে ফোন করে দলের শীর্ষ নেতাকে জানান,” সে বিষয়েও বারবার জানিয়েছেন তৃণমূল নেত্রী। তার পাশাপাশি তৃণমূল নেত্রী জানিয়েছেন, “১৭ নম্বর ফর্ম টি ভালো করে দেখে বুঝে-শুনে তার পরেই যেন প্রার্থীরা ভোট গণনা শুরু করতে দেবেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভার্চুয়াল বৈঠকে প্রার্থীদেরকে জানিয়েছেন, “জলপাইগুড়ি, কোচবিহার বিশেষত উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রথম দিকে হয়তো কিছু আসনে পিছিয়ে থাকতে পারে। তাতে করে মন খারাপ করে গণনা কেন্দ্র থেকে চেয়ার ছেড়ে উঠে আসলে হবে না। শেষের দিকে কিছু আসনে তৃণমূলের জয় হবে। তাই আগেভাগে যেন কেউ গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে না যায়।”

ভার্চুয়াল বৈঠকে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও পুরুলিয়া এই আসন গুলির উপর বিশেষ করে নজর রাখতে হবে। কারণ ওই আসনগুলিতে বিজেপির কোনও বিশেষ পরিকল্পনা আছে” বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা গুলি উল্লেখ করে বলেন, “সমস্ত সমীক্ষাতেই দেখিয়েছে তৃণমূল এগিয়ে। তবে প্রার্থীরা ভরসা হারালে চলবে না। বিশ্বাস রাখুন তৃণমূল কংগ্রেস দুই-তৃতীয়াংশ আসন নিয়েই রাজ্যে ক্ষমতায় ফিরছে।”