ওয়েব ডেস্কঃ- ভারতের সেরা ইউটিউবারদের মধ্যে অন্যতম একজন ক্যারিমিনাতি। তার আসল নাম অজয় নাগর। ইয়ং জেনারেশন থেকে শুরু করে প্রায় সবাই এই তরুণ ইউটিউবার-এর সাথে পরিচিত, যার সাবস্ক্রাইবারের সংখ্যা আপনাকে অবাক করবে। প্রায় তিন কোটি মানুষ ফলো করেন তাঁর ইউটিউব চ্যানেল। রোস্ট ভিডিও বানিয়ে এই যুবক জনপ্রিয়তা লাভ করেছেন।
তার ফলোয়ার দের জন্য সুখবর এটাই যে, অজয় এবার বলিউডে আসতে চলেছেন। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন এবং অজয় দেবগনের মত অভিজ্ঞ অভিনেতাদের সাথে কাজ করতে চলেছেন ক্যারি। অজয়-অমিতাভের ‘মে’ডে’ ছবিতে দেখা যাবে তাকে।
এক সাক্ষাৎকারে ক্যারি নিজেই ব্যক্ত করেন এই সুখবরটি। তার ভাই এবং বিজনেস হেড দীপক চারের কাছে ফোন এসেছিল ওই ছবির ব্যাপারে।
ইউটিউব থেকেই তার জীবনের উদ্দেশ্য ছিল মানুষের মুখে হাসি ফোটানো। তিনি এই ছবিটা করতে সম্মতি জানিয়েছেন, কারণ সেখানে তিনি ক্যারি মিনাতি চরিত্রেই অভিনয় করবেন। আশা রাখছেন, অমিতাভ বচ্চন এবং অজয় দেবগন-এর মত অভিজ্ঞ অভিনেতাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন।
কেমন লাগছে তার এই নতুন পদক্ষেপ ?
সাহসী এই যুবক কোনো কিছু না ভেবেই এক বাক্যে জানান, “ভয় লাগছে”। তার কথায় বোঝা যাচ্ছিল পুরো ব্যাপারটা নিয়ে সে খুব এক্সাইটেড। এই ছবিতে ক্যারি-কে একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে তার ফ্যানেরা দেখতে পাবেন।