দেব, গরুপাচার কাণ্ড, cbi, সিবিআই
গরু পাচার কাণ্ডে এবার টলিউড সুপারস্টার ও তৃণমূল নেতা দেবকে তলব সিবিআইয়ের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গরুপাচার কান্ডে এবার টলিউড অভিনেতা দেবকে ডেকে পাঠালো সিবিআই। সিবিআই এর তরফ থেকে জারি করা  নোটিশে তৃণমূল সাংসদ দেবকে আগামী ১৫ ই ফেব্রুয়ারি নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ঘাটালের সংসদ দেবকে গরু পাচার কাণ্ডে সাক্ষ্য হিসাবে তলব করা হয়েছে। গরু পাচার কান্ডের তদন্ত করতে গিয়ে একের পর এক ব্যক্তির নাম জড়িয়েছে সিবিআই এর তালিকায়। তবে কীভাবে জড়ালো দেবের নাম এই প্রশ্ন উঠছেই ?

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, ঘাটালের রাস্তা দিয়ে সক্রিয় ছিল এই চক্র এবং এই চক্রের সাথে জড়িত এনামুল হকের কথার সূত্র থেকে ডেকে পাঠানো হয়েছে দেবকে। সিবিআই সূত্রে আরও থেকে জানা গিয়েছে যে, ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে জিজ্ঞাসাবাদ করা তাদের জন্য এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

দেব সরাসরিভাবে এই চক্রের সাথে জড়িত বলে কোন রকম খবর আপাতত পাওয়া যায়নি। তবে দেবকে আগামী ১৫ ই ফেব্রুয়ারি সকাল ১১ টা নাগাদ নিজাম প্যালেস সিবিআইয়ের দপ্তরে ডেকে পাঠানো হয়েছে।

এর আগে এই চক্রের মূল পান্ডা এনামুল হককে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাকে সুপ্রিমকোর্ট জামিন দিয়ে দেয়। তবে সুপ্রিম কোর্ট এনামুল হককে নির্দেশ দেয় সিবিআইকে সবরকম ভাবে তদন্তে সহযোগিতা করার জন্য। এবার সেই তদন্ত থেকেই সামনে এসেছে দেবের নাম।