পশ্চিমবঙ্গ ডেস্কঃ কয়লা পাচারকাণ্ডের সঙ্গে জড়িত আরও এক তৃণমূলের বিধায়কের নাম। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর পর এবার সিবিআই দপ্তর -এ ডেকে পাঠানো হলো তৃণমূলের বিধায়ক শওকত মোল্লাকে। কয়লা পাচারকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। যার কারণে আজ শুক্রবার নিজাম প্যালেস ডেকে পাঠানো হয়েছে তাকে।
আজ বৃহস্পতিবার, নিজাম প্যালেসে শওকত মোল্লাকে পাসপোর্ট ও আধার কার্ড সহ হাজিরা দেওয়ার কথা জানিয়েছে সিবিআই। শওকত মোল্লা দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। এই প্রথমবার কয়লা কেলেঙ্কারিতে তার নাম সামনে এলো। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে বেআইনি ভাবে কয়লা পাচার করে, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ইটের ভাটায় যেত কয়লার গাড়ি এবং এই কয়লার গাড়িগুলি সঠিকভাবে ইটের ভাটায় পৌঁছে দেওয়ার কাজ করতেন করতে বলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ।
কয়লা পাচারকাণ্ডে রাজ্যের শাসক দল তথা তৃণমূলের একাধিক তাবড় তাবড় নেতার নাম জড়িয়ে রয়েছে। শুধু নেতাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়ে রয়েছে কয়লা কেলেঙ্কারিতে। তবে এই প্রথমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূলের দাপুটে নেতারা নাম সামনে এলো।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, বেআইনিভাবে দক্ষিণ ২৪ পরগনায়, যে কয়লা পাচার করা হতো। তার কোন আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে ডেকে পাঠানো হয়েছে শওকত মোল্লাকে। এছাড়া ওই এলাকায় কয়লা এলে তিনি কি করতেন ? বিধায়ক হিসেবে তিনি কি ভূমিকা পালন করেছেন ? সেসব বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, আসানসোল ও রানীগঞ্জের কয়লা খাদান থেকে অবৈধভাবে কয়লা তুলে সেগুলিকে পাঠানো হতো রাজ্যের বিভিন্ন জায়গায়। পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়খন্ড, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকাতেও পাঠানো হতো এই কয়লা। আর সেই সূত্র ধরেই শওকত মোল্লা কে তলব করে সিবিআই।
জানিয়ে রাখি, কয়লা কেলেঙ্কারির জেরে পরপর দুবার দিল্লি গিয়ে ইডির সদরদপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের নাম এর সঙ্গে জড়িত থাকলেও এখনও পর্যন্ত তিনি কোন রকম হাজিরা দেননি ইডি বা সিবিআই দপ্তরে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা কেলেঙ্কারি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিরোধীরা ষড়যন্ত্র করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, তা ছাড়া আর কিছুই নয়।