পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের বিধানসভায় চত্বরে আর ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, বিধানসভা চত্বরে সাংবাদিকদের সাথে বচসার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে সচিবালয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে ভোটে জেতার পর বিধায়ক পদে শপথ নিতে আসেন শুভেন্দু অধিকারী। তার সাথে নিরাপত্তায় বিধানসভায় এসেছিল কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। শপথের পর সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দেন শুভেন্দু অধিকারী। কিন্তু যখন তিনি বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখনই সাংবাদিকদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় শুভেন্দুর সাথে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
সাংবাদিকদের তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের ধাক্কা দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সচিবালয়ে লিখিত অভিযোগ করে সাংবাদিকদের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে সচিবালয় সিদ্ধান্ত নেয় আর বিধানসভা চত্বরে ঢুকতে দেওয়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আজ সকালে সচিবালয়ে তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে এই ঘোষণা করা হয়েছে।
রাজ্যজুড়ে বিধানসভা ভোট গ্রহণের সময় বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচি ঘটনাটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর একের পর এক মন্তব্য করেছিলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর হতাহতের খবর মমতা ব্যানার্জির কাছে পৌঁছাতেই ক্ষুব্ধ হন তিনি। তারপরেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।