বুলেট ট্রেন, bullet train, howrah-varanasi bullet train, হাওড়া-বারাণসী বুলেট ট্রেন
হাওড়া-বারাণসী রুটে বুলেট ট্রেন চালুর পরিকল্পনা কেন্দ্র সরকারের, শুরু হল সার্ভে | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এবার কলকাতাতে বুলেট ট্রেন। হ্যাঁ, এমনটাই হতে চলেছে কেন্দ্র সরকারের নতুন পরিকল্পনায়। হাওড়া থেকে বারাণসী পর্যন্ত ৮৬৫ কিলোমিটার দীর্ঘ দূরত্ব মিটবে মাত্র কয়েক ঘন্টায়। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে এই রুটের সার্ভে।

ইতিমধ্যেই এই রুটে বুলেট ট্রেনের মর্মে জমি সার্ভের কাজ শুরু করেছে কেন্দ্র সরকারের নির্দেশে একটি বেসরকারি সংস্থা। এই সংস্থা তাদের সার্ভে অনুযায়ী জানাবে যে কোন এলাকার উপর দিয়ে রেল লাইন পাতার কাজ হবে।

ঝাড়খন্ড এবং বিহারের বহু জেলার উপর দিয়ে এই বুলেট ট্রেনকে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে গিরিডিতে চলছে সার্ভের কাজ। চিহ্নিত করা হচ্ছে কোন পথ দিয়ে এই হাই-স্পিড রেল করিডোর-এর কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, ভারতের সমস্ত হাই-স্পিড রেল প্রকল্পের দায়িত্ব NHSRCL এর। সার্ভে টিম এর তরফ থেকে জানানো হয়েছে যে তারা যত দ্রুত সম্ভব তাদের রিপোর্ট কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কাছে জমা দেবে এবং তারপর NHSRCL তাদের পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবে।

লালকেল্লা থেকে এবারের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জনসাধারণের উদ্দেশ্যে ভারতের পরিকাঠামোগত ব্যবস্থা উন্নত করায় বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন এবং সেই বিষয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী গতি শক্তি যোজনার। এই যোজনায় দেশের পরিকাঠামোকে উন্নত করতে ১০০ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেছেন তিনি।

২০২৫ পর্যন্ত দেশকে ফাইভ ট্রিলিয়ন ডলারের ইকোনমি এর দিকে এগিয়ে নিয়ে যেতে ভারতের পরিকাঠামোগত ব্যবস্থাতে নজর দেওয়া কেন্দ্র সরকারের জন্য অতি আবশ্যকভাবে জরুরির বিষয় এবং এই বিষয়ের উপর বিশেষ নজর দিয়েছে কেন্দ্র সরকার।