দেশের খবর, ভারতের খবর, কেন্দ্রসরকারের খবর, এলপিজি, এলপিজি সাবসিডি, ভর্তুকি
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- উজ্জ্বলা যোজনার আওত্তায় থাকা এলপিজি গ্রাহকরা যারা বিনামূল্যে এলপিজি সংযোগ নেওয়ার কথা ভাবছে তাদের জন্য ভুরতুকির কাঠামোতে আসতে চলেছে কিছু পরিবর্তন।

কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক দুটি নতুন কাঠামোর ওপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকার এই খাতে এক কোটি নতুন সংযোগ দেওয়ার কাজ শুরু করতে চলেছে।

এছাড়াও সরকারি তরফে জানানো হয়েছে যে সরকার ১৪.২ কেজি সিলিন্ডার এবং স্টোভ গ্রাহকদের দেবে যার দাম প্রায় ৩২০০ টাকা এবং সরকারের তরফে ভর্তুকি হিসেবে পাওয়া যাবে ১৬০০ টাকা। এক্ষেত্রে ওএমসিরা অগ্রিম হিসেবে ১৬০০ টাকা দেয় এবং ওএমসি গুলিকে রিফিল করার সময় ভর্তুকির পরিমাণ ইএমআই হিসেবে নেওয়া হয়।

খুব সহজেই এই প্রকল্পে অন্তর্ভুক্তিকরণ করা সম্ভব। এক্ষেত্রে উজ্জ্বলা যোজনার আওত্তায় থাকা বিপিএল পরিবারের কোনও মহিলা গ্যাস সংযোগ পেতে আবেদন করতে পারে। এই বিষয় প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ pmujjwalayojana.com এ গিয়ে বিশদে জানতে পারা সম্ভব।

এছাড়া গ্রাহককে একটি ফর্ম ফিলাপ করে নিকটবর্তী এলপিজি বিতরণকারীর কাছে জমা দিতে হবে। আর জানাতে হবে আবেদনকারীর নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউনট এবং পরিবারের সকল সদস্যের নাম এবং আধার নম্বর। এছাড়াও ইএমআই এর বিকল্প গ্রহণকারী গ্রাহকদের সিলিন্ডারের ভর্তুকিতে ইএমআই পরিমাণ সমন্বয় করে দেবে সরকার।