করোনা-ভ্যাকসিন, কেন্দ্র, রাজ্য, corona-vaccine, central, state
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনা আবহে জর্জরিত সারাদেশ। এর মধ্যেই স্বস্তির খবর শোনালো কেন্দ্র। আগামী জুন মাসের ১৫ তারিখের মধ্যে প্রত্যেকটি রাজ্যে এবং কেন্দ্র দ্বারা শাসিত স্থানগুলিতে ৫ কোটি ৮৬ লাখ ২৯ হাজার ভ্যাকসিনের বন্দোবস্ত করবে কেন্দ্র।

এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে। টিকাদান তথ্য নিয়ে বুধবার কেন্দ্র দ্বারা বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যগুলির কাছে। সেখানে বলা হয়েছে, রাজ্যগুলি যেন আগামী জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত টিকাদান পদ্ধতির সময়সূচী এবং যাবতীয় তথ্য আগে থেকেই কো-উইন অ্যাপে প্রকাশ করে দেয়।

এছাড়াও কেন্দ্র মন্ত্রক দ্বারা জানা গিয়েছে বিভিন্ন তথ্য। যারা সদ্য সন্তান প্রসব করেছেন অথবা মা হয়েছেন, তারা নির্দ্বিধায় এই টিকা নিতে পারবেন। তবে যারা অন্তঃসত্ত্বা অথবা প্রেগনেন্ট সেই সব মহিলারা টিকা নিতে সক্ষম কিনা সেটি এখনও জানা যায়নি। 

আরও বলা হয়েছে, যে সমস্ত ব্যক্তিগণ করোনা ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, তারা যেন অ্যান্টিজেন পরীক্ষা থেকে বিরত থাকেন। এছাড়াও যারা রক্তদান করতে ইচ্ছুক, তাদের ভ্যাকসিন নেওয়ার ১৪ থেকে ১৫ দিন পর রক্ত-দান করতে বলা বলা হয়েছে।

করোনা আক্রান্ত ব্যক্তিদের টিকা নেওয়া সম্পর্কে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। যারা করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন, সেইসব ব্যক্তিরা তিন মাস পর থেকে টিকা গ্রহণের সক্ষম হবেন। পুরনো তথ্য অনুসারে করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ার ৪৫ দিন পর ভ্যাকসিন দেওয়া যাবে। কিন্তু এই তথ্য সংশোধন করে কেন্দ্র দ্বারা নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে।

ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড ১৯ (এনইজিভিএসি)-এর মতে, কোন ব্যক্তি প্রথম ডোজ নেওয়ার পর যদি করোনায় আক্রান্ত হন, তবে সুস্থ হওয়ার তিন মাস পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন। আরও জানা গিয়েছে যে, প্রতিটি রাজ্য জুন মাসের শেষ অব্দি আরও ৪ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার ডোজ সরাসরি ভ্যাকসিন কোম্পানীগুলির কাছ থেকে কিনতে পারবে।