পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আধার কার্ড এখন সকলের জন্যই একটি গুরুত্বপূর্ণ নথিপত্র হিসাবে পরিচিত। কারণ এখন আধার কার্ডই হল যে কোন ব্যক্তির মুখ্য পরিচয়পত্র। ভুয়ো আধার কার্ড দিয়ে বেআইনিভাবে অপরাধমূলক কাজের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। এই অপরাধমূলক কাজ বন্ধ করতে গত বৃহস্পতিবার UIDAI-র (Unique Identification Authority of India) পক্ষ থেকে সকল রাজ্যগুলিকে উপদেশমূলক বার্তা দেওয়া হয়েছে।
UIDAI সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে, কোন ব্যক্তির পরিচয় পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করার পূর্বে তা অবশ্যই সঠিক ভাবে যাচাই করে নেয়া উচিত। তা হাতেনাতেই হোক বা ইলেকট্রনিক ভাবে। সমগ্র দেশে ইদানিং ভুয়ো আধার কার্ড দিয়ে চলছে নানা ধরনের বেআইনি ব্যবসা। এছাড়াও সাধারণ মানুষকে ফোন করে কথার জালে ফাঁসিয়ে আধার নম্বর নিয়ে শুরু হয়েছে বিভিন্ন স্ক্যাম।
এই সংস্থা তাদের বার্তার মাধ্যমে রাজ্যগুলির কাছে অনুরোধ করেছে যে, সামনের ব্যক্তির কাছে রাখা আধার কার্ডের পরিচয় বিবরণী সঠিক কিনা তা ভালোভাবে যাচাই করে নিতে হবে। আধার কার্ডের সত্যতা বিচারের সঠিক পদ্ধতি হল আধার নাম্বার যাচাই করা। এর ফলে আধার কার্ডের মাধ্যমে হওয়া বিভিন্ন জালিয়াতি ও সমাজ বিরোধী কাজ বন্ধ করা যাবে।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ইলেকট্রনিক ও আইটি মন্ত্রক প্রত্যেকটি রাজ্যের সরকারদের এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বলেন, কোন ব্যক্তি যদি সাধারণ অথবা কোন অফিসিয়াল কাজের জন্য নিজের আধার কার্ড জমা দেন তবে, আগামী দিনে কোন প্রতারণামূলক কাজের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য কার্ডটির যথাযথ পরীক্ষা হওয়া দরকার।
UIDAI সংস্থা আরও জানান, “mAadhaar অ্যাপ বা আধার QR কোড স্ক্যানার ব্যবহারের মাধ্যমে সমস্ত আধার (আধার চিঠি, ই-আধার, আধার পিভিসি কার্ড, এবং m-আধার) কার্ডের সত্যতা যাচাই করা সম্ভব। দ্রুত আধার কার্ড যাচাইয়ের কাজ শুরু করতে হবে প্রত্যেকটি রাজ্যের সরকারদের। অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ছাড়াও QR কোড স্ক্যানার উইন্ডোস অ্যাপ্লিকেশনযুক্ত ফোনেও ব্যবহার করা যাবে। এইভাবে আধার কার্ডের সত্যতা বিচার করার ফলে ইদানিং প্রচলিত বিভিন্ন প্রতারণামূলক কার্যের হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে।