পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- হাজারো বাঁধা পেরিয়ে করোনা আবহের মধ্যে শুরু হতে চলেছে ২০২১ মরসুমের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। গতকাল আইএফএ এর তরফ এ প্রকাশ করা হয় এবছরের কলকাতা প্রিমিয়ার লিগের আংশিক ক্রীড়াসূচি।
আগামী ১৭ ই আগস্ট পিয়ারলেস ফুটবল ক্লাব বনাম খিদিরপুর স্পোটিং ক্লাবের ম্যাচের মাধ্যমে শুরু হবে এবারের কলকাতা প্রিমিয়ার লিগ। ১৪ টি দলকে দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হচ্ছে এ বছরের প্রিমিয়ার ডিভিশন।
এবারে যেই দল গুলি এই লীগে অংশগ্রহণ করছে তারা হল – এসসি ইস্টবেঙ্গল ফাউন্ডেশন, এটিকে মোহনবাগান এফসি, মোহামেডান স্পোর্টিং, খিদিরপুর স্পোটিং ক্লাব, পিয়ারলেস স্পোটিং ক্লাব, রেলওয়ে ফুটবল ক্লাব, সাদার্ন সমিতি, জর্জ টেলিগ্রাফ, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর স্পোর্টিং ক্লাব, ক্যালকাটা কাস্টমস ক্লাব, এরিয়ান ক্লাব, বিএসএস স্পোর্টিং ক্লাব, টালিগঞ্জ অগ্রগামী।
আগামী ১৮ই আগস্ট ময়দানে তিন প্রধানের মধ্যে এবছরের লীগে সর্বপ্রথম মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা তাদের প্রথম ম্যাচ খেলবে সাদার্ন সমিতির সাথে। অন্য দুই প্রধানের মধ্যে আগামী ২৪ শে আগস্ট ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগান আগামী ২৯ শে আগস্ট তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে জজ টেলিগ্রাফ এর বিরুদ্ধে।
গতকাল কলকাতার একটি পাঁচতারা হোটেলে মোহনবাগান এবং ভবানীপুর ক্লাবের প্রতিনিধি ছাড়া বাকি ১২ টি ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবছরের কলকাতা প্রিমিয়ার লিগের সূচিপত্র।