পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বছরের একেবারে শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা রাখতে চলেছেন কলকাতায়। তার কলকাতায় আসার মূল উদ্দেশ্য ‘বন্দে ভারত’ এক্সপ্রেস উদ্বোধন। ঠিক ছিল, শুক্রবার অর্থাৎ ৩০ শে ডিসেম্বর সকাল ঠিক ১০.৩০টা নাগাদ হাওড়া এসে পৌঁছবেন তিনি। তবে তারিখ ও সময় সব ঠিক হওয়ার পরেও একদম শেষ মুহূর্তে এসে সিদ্ধান্তের পরিবর্তন করলেন নরেন্দ্র মোদি।
কলকাতা আসার বেশ কিছুদিন আগেই কলকাতা সফরের রুটিন তৈরি হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রুটিন অনুযায়ী জানা যায়, শুক্রবার সকালে তিনি পৌছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে সোজা হেলিকপ্টারে উড়ে যাবেন রেস কোর্টের মাঠে। আর সেই মাঠ থেকেই থাকবে গাড়ির ব্যবস্থা হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। হাওড়া স্টেশনে তিনি নিজ হাতে উদ্বোধন করবেন ‘বন্দে ভারত’ এক্সপ্রেস, যেটি নিউ জলপাইগুড়ি দিকে রওনা দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোটের উপর ৩০ মিনিট সময় অতিবাহিত করবেন হাওড়া স্টেশনে।
‘বন্দে ভারত’ এক্সপ্রেস উদ্বোধনই তার শেষ কাজ নয়। তিনি পর্যবেক্ষণে বেরোবেন ‘নমামি গঙ্গে’-এর প্রকল্পে। হাওড়ায় কাজ মিটিয়ে তিনি রওনা হবেন গার্ডেনরিচের দিকে। সেখানে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় বৈঠকের উপর খানিক আলোকপাত করবেন। তারপর খতিয়ে দেখবেন নমামি গঙ্গের কাজকর্ম। এর পাশাপাশি ডিডব্লিউএস এর একটি প্রদর্শনীতেও তিনি হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।
কিন্তু হঠাৎই কলকাতায় আসার সময় পরিবর্তন করেন তিনি। সকাল ১০.৩০টার বদলে ১১:১৫ নাগাদ হাওড়া স্টেশনে উপস্থিত হবেন বলে জানান প্রধানমন্ত্রী। সেদিন ‘বন্দে ভারত’ এক্সপ্রেস উদ্বোধন তথা ফ্লাগ অফ এর পাশাপাশি আরও নতুন কিছু মেট্রোর কাজকর্ম নিয়েও আলোচনায় বসবেন তিনি। এছাড়া কিছু মেট্রো প্রজেক্ট তিনি স্বয়ং উদ্বোধন করে যাবেন। দুপুর ১২টা নাগাদ নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন প্রধানমন্ত্রী।
এরপর ১২.১৫-এর মধ্যে চলে যাবেন নমামি গঙ্গের কাজ পর্যবেক্ষণ করতে। ঠিক দুপুর ২টো থেকে ২.৪৫ মিনিট পর্যন্ত বিরতি থাকবে তার মধ্যাহ্নবজের কারণে। একাধিক কর্মসূচি সম্পন্ন করে ৩.১৫ নাগাদ তিনি আবারও বিশেষ বিমান করে উড়ে যাবেন দিল্লির দিকে।
সূত্রের খবর হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে এসে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাজনৈতিক কারণ থেকে খানিক সরে প্রায় অরাজনৈতিক কিছু কর্মসূচি নিয়েই কলকাতার বুকে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।