পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ হ্যাক হয়ে গেল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট (AITC Official Twitter Account)। সোমবার রাত থেকেই লক্ষ্য করা গিয়েছিল যে, বদলে যাচ্ছে অ্যাকাউন্টের নাম ও ছবি। অ্যাকাউন্টে গেলেই দেখাচ্ছে ‘উগা ল্যাবস’। নেপথ্যে কে বা কারা এই সমস্ত কাজে জড়িত তা নিয়ে বাড়ছে রহস্য।
তৃণমূলের তরফে বারবার বলার চেষ্টা হচ্ছিল, দলের প্রভাব দেশের বিভিন্ন রাজ্যে যত বাড়ছে ততই তাদের বাধা দিতে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টির চক্রান্ত হচ্ছে। এই সাইবার অপরাধ সেই চক্রান্তের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে কোনো চক্রান্ত আছে কিনা তার জন্য ফরেন্সিক টেস্ট করার কথা ভাবছে তৃণমূল। এই টেস্টের মাধ্যমে জানার চেষ্টা করা হবে কোথা থেকে এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে এভাবে কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার নজির খুব বেশি নেই। তবে এর আগে বিজেপির ট্যুইটার হ্যান্ডেল বসে গিয়েছিল। সেক্ষেত্রে টেকনিক্যাল সমস্যার কথা বলা হয়েছিল। তৃণমূলের ক্ষেত্রে সমস্যাটা কি সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তাই ঠিক কী কারণে এই বিপত্তি ঘটেছে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না।
টুইটারে তৃণমূলের অ্যাকাউন্টে গেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা দেখালেও লোগো দেখা যাচ্ছে না। তবে তৃণমূল কংগ্রেসের পোস্টগুলো রয়েছে। সেগুলোর কিছু হয়নি। যেখানে ভেরিফায়েড টিক মার্ক থাকে তার পাশের তৃণমূলের নাম ও লোগো নেই। এই নিয়ে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র ডেরেক ওব্রায়েন (Derek O’Brien)।
তৃণমূল সূত্রে খবর, বিষয়টি নিয়ে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়ে গেছে। অ্যাকাউন্টটি রেস্টোর করার জন্য কাজ করছে টেকনিক্যাল টিম। যত দ্রুত এটিকে ঠিক করা যায় তা চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার পেছনে কোনও ব্যক্তি নাকি কোনও সংগঠন রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।