mamata banerjee, WB 10th Exams, WB 12th Board Exams, west bengal, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারী করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ জানিয়ে অনিশ্চিয়তা কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠকে বসেন। সেখানে তিনি বলেন, চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে মাধ্যমিক পরীক্ষা হবে।

তবে করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষার কথা চিন্তা ভাবনা করে তিনি জানিয়েছেন, পরীক্ষার্থীদের সিট পড়বে নিজ নিজ স্কুলেই। যার ফলে পরীক্ষার্থীদের গাড়ি ঘোড়া চড়ে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাওয়া লাগবে না। তিনি বলেন, “বাড়ির কাছে নিজের স্কুলে পরীক্ষার সিট পড়লে যানবাহনে চলাচল করতে হবে না ছাত্র-ছাত্রীদেরকে।” যার ফলে করোনা সংক্রমণ অনেকটাই এড়ানো যাবে বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “এবছর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ১২ লক্ষ্যের কিছু বেশি। মোট আবশিক বিষয় ৭ টি। ঐচ্ছিক বিষয় ৩৮ টা থেকে ৫৮ টার মত। শুধু আবশ্যিক বিষয় গুলির পরীক্ষা নেওয়া হবে ২০২১ সালের মাধ্যমিকে। ঐচ্ছিক বিষয় গুলির পরীক্ষায় এ বছর নেওয়া হবে না। ঐচ্ছিক বিষয় গুলির নাম্বার নিজে নিজে স্কুল অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেবে।”

উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উচ্চমাধ্যমিকে আবশ্যিক বিষয় ১৫ টা। ঐচ্ছিক বিষয় ৩৭ টা। শুধু আবশ্যিক বিষয় গুলোর পরীক্ষা নেওয়া হবে। তাতে ১৬ দিনের পরীক্ষা ৮ দিনে হয়ে যাবে।”

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা। তিনি বলেন, “৩ ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টা করে দেওয়া হবে। এক্ষেত্রে আগের প্রশ্নপত্রতেই পরীক্ষা নেওয়া হবে। তবে ৩ ঘন্টার পরীক্ষা হলে যতগুলি প্রশ্নের উত্তর দিতে হতো, তা আর দেওয়া লাগবে না। যেখানে দশটা প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে পাচটা প্রশ্নের উত্তর করলেই চলবে। আমি চাই অল্পের মধ্য দিয়েই পরীক্ষা হোক। আর বাকি বিষয়গুলিতে বিদ্যালয়ের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হবে।”

প্রতিবছরই মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবার মাধ্যমিক পরীক্ষার পূর্বে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি বলেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার ব্যাপার থাকে, তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে হবে। আর মাধ্যমিক পরীক্ষা তো আমাদের ঘরের ব্যাপার। তাই ওটা পরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মাধ্যমিক পরীক্ষা হবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। তবে এই পরীক্ষার ব্যাপারে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকদিনের মধ্যেই বিস্তারিত ঘোষণা করবেন বলে জানা গিয়েছে। করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।