Mother Dairy, mamata banerjee, বাংলা ডেয়ারি, মাদার ডেয়ারি,
"মাদার ডেয়ারি" এর নাম বদলে "বাংলা ডেয়ারি" ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী ব্র্যান্ডেড সংস্থা পশ্চিমবঙ্গে নেই। রাজ্যের নিজস্ব ব্রান্ড না থাকার কারণেই “মাদার ডেয়ারি” কে “বাংলার ডেয়ারি” করার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, “মাদার ডেয়ারি কে আমরা বাংলা ডেয়ারী করব।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি “ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডে” এর প্রথম বৈঠক ছিল গতকাল অর্থাৎ বুধবার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্য সচিব শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অন্যান্য নেতা ও মন্ত্রীরা। গতকাল নবান্নের ওই বৈঠকে রাজ্যের শিল্প নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানান, “আজকের বৈঠকে রাজ্যের নিজস্ব ব্রান্ড বাংলার ডেয়ারি নিয়ে আলোচনা করা হয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।” এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, “প্রাথমিকভাবে সারা বাংলা জুড়ে মোট ৪০০ টি বাংলা ডেয়ারির স্টল করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে প্রতিটি ব্লকে বাংলা ডেয়ারির একটি করে আউটলেট থাকবে। শুধুমাত্র দুধ নয়, সেইসঙ্গে এই বাংলা ডেয়ারিতে পাওয়া যাবে ডিম, মাখন, ঘি, ও তেল।”

Mother Dairy, mamata banerjee, বাংলা ডেয়ারি, মাদার ডেয়ারি,
“মাদার ডেয়ারি” এর নাম বদলে “বাংলা ডেয়ারি” ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ছবি – সংগৃহীত
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, “মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করব আমরা।” এর পাশাপাশি তিনি আরও বলেন, “অনেক বার বলেছি আগে। মাদার ডেয়ারি বাংলার সংস্থা নয়। বাংলার গরুরা দুধ দেয়। চাষিরা দুধ উৎপাদন করেন। তাহলে বাংলা ডেয়ারি নাম রাখা হবে না কেন ?”
ডেয়ারি প্রোডাক্ট এর পাশাপাশি মাছ, মাংস, ডিম উৎপাদনের ক্ষেত্রে রাজ্য সরকার জোর দেবে বলে  জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “রাজ্যের পোল্ট্রি ফার্ম এর উপর বিশেষ জোর দেওয়া হবে।” এছাড়াও তিনি আরও বলেন, “মাদার ডেয়ারির নাম নিয়ে আমার কোনও আপত্তি নেই, কিন্তু এটা রাজ্যের প্রোডাক্ট নয়। বাইরের প্রোডাক্ট। তাই বাংলা ডেয়ারি নামেই এবার থেকে এই প্রোডাক্ট পৌঁছবে রাজ্যবাসীর ঘরে ঘরে।”