লোকাল ট্রেন, Local Train, মমতা ব্যানার্জি, Mamata Banerjee
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক: কবে রাজ্য চলবে লোকাল ট্রেন ? এই নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক জায়গায় বারবার বিক্ষোভ করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে চালু হচ্ছেনা লোকাল ট্রেন, এই বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল নবান্ন। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন।

মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল ট্রেন প্রসঙ্গ নিয়ে বলেন, ভ্যাক্সিনেশন গ্রামাঞ্চলে ঠিকঠাক মতো হলেই লোকাল ট্রেন চালু করা হবে রাজ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলের ভ্যাক্সিনেশন এর পরিমাণ বাড়লে তবে পশ্চিমবঙ্গ সরকার লোকাল ট্রেন চালু করবে।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “থার্ড ওয়েভ যেটা আসার কথা, সেটা বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক। ট্রেনে হয়তো কেউ আসবেন, তার বাড়িতে বাচ্চা আছে। তার থেকে বাচ্চাটার হবে। আগে গ্রামের টিকাকরণ ভালোভাবে হোক। তারপর লোকাল ট্রেন চালু করা হবে।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে “এতদিন শহর সহ আশেপাশের ঘিঞ্জি এলাকায় টিকাকরণে বেশি জোর দেয়া হয়েছে। তবে এবার গ্রামে টিকাকরণ এর গতি বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। গ্রামের অর্ধেক মানুষ টিকা পেলেই আমরা লোকাল ট্রেন চালু করব।”

মমতা ব্যানার্জি ২০২১ এ ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই করোনার বাড়বাড়ন্তের কারণে রাজ্যজুড়ে বন্ধ করেছেন লোকাল ট্রেন। যার ফলে অসুবিধায় পড়েছে প্রচুর মানুষ। লোকাল ট্রেন চালানোর দাবি নিয়ে রাজ্যের বিভিন্ন স্টেশনে বারবার প্রতিবাদ করতে দেখা গিয়েছে সাধারণ নাগরিকদের। তবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে কিছুটা হলেও আগের থেকে পরিষ্কার হল লোকাল ট্রেন চালু করা নিয়ে সরকারের অবস্থান।


আরও পড়ুনঃ- ভ্যাক্সিনেশন এ নতুন রেকর্ড ভারতের, একদিনে ভ্যাকসিন পেল ৮৮ লক্ষেরও বেশি মানুষ

আরও পড়ুনঃ- ভাবাচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এই রাজ্যে আক্রান্ত ৬৬ ও মৃত্যু ৫ জনের