নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়, mamta banerjee, nandigram, নন্দীগ্রামের জন্য মনোনয়ন জমা দেবেন মমতা
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়বেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যে একুশের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিলেও এখনো পর্যন্ত প্রার্থীর তালিকা প্রকাশ করনি তৃণমূল কংগ্রেস। তবে নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিশ্চিত।

এর আগে তিনি নন্দীগ্রামের জনসভাতে গিয়ে জানিয়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি লড়বেন। আসন্ন বিধানসভায় রাজ্যে ২৯৪ টি আসনের মধ্যে একমাত্র আসন নন্দীগ্রাম যেখানে প্রার্থী হতে চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয় পেশ করবেন কবে ? তা নিয়েই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মমতা।

তিনি জানিয়েছেন ১১ ই মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা করতে চলেছেন তিনি। ১১ ই মার্চ বৃহস্পতিবার শিবরাত্রি দিনটি শুভ। শুভ দিনে বেলা বারোটার পর শুভ সময় দেখে মনোনয়ন জমা দেবেন তিনি। এমনটাই খবর। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে। এখনোও পর্যন্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেনি গেরুয়া শিবির।

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী জনসভা করার পর নন্দীগ্রামের বিজেপির প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ৫০ হাজার ভোটে হারাবেন মমতাকে। রাজনৈতিক মহলের ধারণা গেরুয়া শিবির নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করবে। তবে নন্দীগ্রামে শুভেন্দু কতটা সাফল্য অর্জন করবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের এক অংশ।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামের দেওয়াল লিখন। ইতিমধ্যেই সেখানকার তৃণমূল নেতা ও কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রচার করছে। নন্দীগ্রামে চলছে সভা ও মিছিল। এবার বিধানসভা ভোটে নন্দীগ্রামে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে খোদ প্রার্থী। তাতে করে নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে নজর গোটা দেশের। ১১ ই মার্চ তিনি মনোনয়ন জমা করবেন। এছাড়াও তিনি আগামী কয়েকদিনের ভিতরে নন্দীগ্রামে রোড শো এবং সভা করবেন বলে জানা যাচ্ছে।