পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রীয় বাজেটের অর্থ বরাদ্দ নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি বলেছেন এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার কোন প্রকল্পের জন্যই তহবিল বরাদ্দ করা হয়নি। সেই সাথে তিনি জানান রাজ্যের প্রতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এইরূপ আচরণের প্রতিবাদে আগামী ২৯শে মার্চ দুপুর থেকে এবং ৩০শে মার্চ সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই দিন, কলকাতায় আম্বেদকরের মূর্তির কাছে অবস্থান বিক্ষোভ করবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিনের জন্য ওড়িশা সফরে যাচ্ছেন। তার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, কেন্দ্রের তরফ থেকে MGNREGA প্রকল্প এবং আবাসন ও সড়ক বিভাগের রূপায়ণের জন্য কোন অর্থই দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ এখনো কেন্দ্রের কাছ থেকে ১১৫০০০ কোটি টাকা পায়।
মুখ্যমন্ত্রী ক্ষোভের সাথে আরো জানান, তিনি ছয় মাস আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। কিছুদিন আগে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যাতে কেন্দ্র, রাজ্যের সঙ্গে সহযোগিতা করে। কিন্তু তাতে কোন লাভই হয়নি।
মুখ্যমন্ত্রী বলেন যে, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে কেন্দ্র থেকে কিছু দেওয়া হয়নি। এবারের বাজেটের টাকা তো দূরে থাক, গতবারের বকেয়া টাকাও পরিশোধ করেনি কেন্দ্র। উপরন্তু কেন্দ্র ইচ্ছাকৃতভাবে আবাসন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পকে বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। সেই কারণেই তিনি এই দুই দিন কলকাতায় ধর্নায় বসবেন। শুধু তাই নয় ধর্না মঞ্চ থেকে মূল্যবৃদ্ধির সমস্যা এবং বাংলার মানুষের অবহেলিত হওয়ার বিষয়গুলি উত্থাপন করবেন।
মুখ্যমন্ত্রী বলেন যে, কেন্দ্রীয় সরকার জনগণের কাজ না করে তারা একটি প্রাইভেট সরকারে পরিণত হয়েছে। বিজেপি সরকার আদানি, চোকসিদের খুশি করার জন্য কাজ করে যাচ্ছে। ওদিকে রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম ১১০০ টাকা ছুঁয়েছে। কিন্তু এ নিয়ে কথা বলতে গেলেই কেন্দ্র, ইডি কিম্বা সিবিআই পাঠিয়ে দিচ্ছে। এই কথার মাধ্যমে মূলত তিনি ভারত থেকে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ প্রত্যাহারের বিষয়টি নিয়ে কেন্দ্রকেই কটাক্ষ করেছেন।
ওদিকে তিনদিনের ওড়িশা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের সভাপতি নবীন পট্টনায়কের সঙ্গেও দেখা করবেন। তবে তিনি এই সাক্ষাৎকারকে কোন রাজনৈতিক রঙ দিতে না করেছেন। তিনি বলেছেন এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত এবং সৌজন্যমূলক সাক্ষাৎকার।
আগামী ২৪ শে মার্চ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী তার বাসভবনের আসবেন বলেও জানিয়েছেন মমতা। ওড়িশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর মন্দিরে যাবেন। সেখানে পূজা ও প্রার্থনার পাশাপাশি ভুবনেশ্বরে বেঙ্গল গভমেন্টের একটি গেস্ট হাউস স্থাপনার প্রস্তুতির তদারকিও করবেন।