পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ বুধবার বাঁকুড়ায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় তার দল যথেষ্ঠ মজবুত। আজ বাঁকুড়ার জনসভা থেকে একের পর এক কটাক্ষ প্রকাশ করলেন মমতা। তবে তিনি যে বিজেপি কিংবা মোদিকে নিশানা করছেন তা আর কারো বলে দিতে হয় না।
তিনি বাঁকুড়ার জনসভা থেকে বলেছেন, “আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করতাম। এখনও করি। কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মিথ্যে ছাড়া আর কিছুই বলতে পারেন না। মোদির মতো এত বড় একটা মিথ্যেবাদী আমি জীবনে কখনো দেখিনি।” প্রধানমন্ত্রী দেশের এক নম্বর মিথ্যেবাদী বলে কটাক্ষ করলেন মমতা।
এছাড়াও তিনি জানিয়েছেন, “বাংলায় ভিন্ন রাজ্য থেকে যারা আছে তাদেরকে আমরা বহিরাগত বলি না। কিন্তু ভোটের আগে যারা আসে তাদেরকে আমরা বহিরাগত বলি”। এছাড়াও তিনি জোর গলায় কটাক্ষ করে বললেন, “বিরসা মুন্ডার ছবি বলে। কার ছবিতে মালা দিয়েছিল? তা কি মনে আছে? বিষ্ণুপুর কি ভুলে গিয়েছে”?
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “২৯৪ টি আসনে আমাকে ভোট দিন। আমাকে জয়ী করুন। আমি জয়ী হলেই আপনাদেরকে বিনামূল্যে খাদ্য দিতে পারব। কষ্ট করে আপনাদেরকে রেশন যেতে হবে না। ঘরে ঘরে পৌঁছে যাবে চাল, ডাল”। এছাড়াও তিনি আরো আশ্বাস দিলেন, ‘তিনি জয়ী হলে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রুপশ্রী, সমস্থ সাহায্যই বাংলার মানুষ পাবে। এছাড়াও বাংলার প্রতিটি ঘরে ঘরে মহিলাদেরকে প্রতিমাসে ৫০০ টাকা করে হাত খরচের জন্য দেওয়া হবে’। এছাড়াও তিনি আরো জানিয়েছেন, “পড়ুয়াদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট দেওয়া হবে”।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ‘দিল্লি থেকে ভাড়া করে গুন্ডা নিয়ে আসছে রাজ্যে আমাকে চমকাতে। কিছু গন্ডার মেরে আমার পা ভেঙে দিয়েছে। তবে আমি মচকায় কিন্তু এত সহজে ভাঙিনা। রাজ্যে ক্ষমতায় বিজেপি আসলেই খাদ্যসাথী থেকে শুরু করে কোন সাহায্য পাবেন না আপনারা’।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘টাকা বিলাচ্ছে রাতের অন্ধকারে দিনের বেলায়। টাকা যদি দিতে আসে বলে খরচা দেবো নিয়ে নে। তাহলে তাকে বলবেন, খরচা টা দে এবার তোকে খরচ করে দেবো। ওই টাকাগুলি কিন্তু বিজেপির টাকা নয় নোট বন্দির টাকা’। এমনটাই ক্ষোভ প্রকাশ করলেন মমতা।
বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে ভাড়া করে। হাতা খুন্তি দিয়ে বিদায় করব এবার। যে মা রাঁধে সে চুলও বাঁধে। তিনি জানিয়েছেন সংখ্যালঘু ভাই বোনে দের উদ্দেশ্যে জোটবেঁধে সিপিএম কংগ্রেস উস্কানোর চেষ্টা করছে। যে করেই হোক ভোট ভাগ হতে দেবেন না জোড়া ফুলে ভোট দেবেন। বাঁকুড়ার জনসভা থেকে তীব্র ভাবে বিজেপি সুপ্রিমোদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।