mamata banerjee, mamata, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতার সভা বাতিল,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ভোটগ্রহণ পর্ব চলছে ৮ দফায়। ইতিমধ্যে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে এবং এখনো চারটি দফার ভোট গ্রহণপর্ব বাকি রয়েছে বঙ্গে।

আগামী ১৭ ই এপ্রিল, ২২ শে এপ্রিল, ২৬ শে এপ্রিল ও ২৯ শে এপ্রিল বঙ্গে বিধানসভা নির্বাচনী ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনী প্রচারে প্রতিনিয়ত একাধিক জনসভা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট নিয়ে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছেন নির্বাচনী প্রচারে।

আজ ১২ ই এপ্রিল সোমবার, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর সভা করার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে বাতিল করা হয়েছে স্বরূপনগরের সেই সভা।

উত্তর 24 পরগনার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে ঘাস ফুল শিবিরের হয়ে লড়ছেন বিনা মন্ডল। তৃণমূল প্রার্থী বিনা মন্ডলের হয়ে সেখানে সভা করার কথা ছিল মমতার। তৃণমূল সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার জন্য স্বরূপনগরে মাঠ পাওয়া যায়নি। সেই জন্য বাতিল করা হয়েছে তৃণমূল সুপ্রিমো-র জনসভা। গতকাল রবিবার রাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঘাসফুল শিবিরের প্রার্থী বিনা মন্ডল।

তবে তৃণমূল সুপ্রিমো প্রতিনিয়ত জোর কদমে চারটি সভা চালিয়ে যাচ্ছেন। স্বরূপনগর ছাড়াও আজ তার তিনটি নির্বাচনী প্রচার সভা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচিতে ছিল স্বরূপনগর, বসিরহাট, দমদম এবং নদীয়ার রানাঘাটের দলীয় প্রার্থীর হয়ে প্রচার করা। তবে স্বরূপনগর ছাড়া বাকি তিনটি সভা তিনি করবেন বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণপর্ব অনুষ্ঠিত হওয়ার ৭২ ঘণ্টা আগেই ভোট প্রচার বন্ধ করতে হবে। আর সেই কারণেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধকালীন তৎপরতায় ভোট প্রচার শুরু করেছেন।

তৃণমূল সূত্রের খবর, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার মাঠ না পাওয়ার কারণে বাতিল করা হয়েছে সভা, তবে অতি শীঘ্রই নতুন করে জনসভার দিনক্ষণ করা হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চম দফার ভোটে আগেই পঞ্চম দফার ভোট কেন্দ্রগুলোতে প্রচার চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।