পশ্চিমবঙ্গ ডেস্কঃ গত কয়েকদিন আগেই বঙ্গে পৌরসভা নির্বাচন শেষ হয়েছে এবং তার ফলাফল ঘোষণাও হয়ে গিয়েছে। পৌরসভা নির্বাচনে বিরোধীদেরকে ধুয়ে মুছে এই প্রথমবার শিলিগুড়িতে পৌরসভা গঠন করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করেই আগামীকাল উত্তরবঙ্গের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে জানা গেছে, আগামী পাঁচ দিনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। আগামীকাল রবিবার উত্তরবঙ্গ সফরের জন্য রওনা দেবেন তিনি। তবে পাঁচ দিনের সফরে কি কি করবেন মুখ্যমন্ত্রী? সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল ২৭ তারিখ শিলিগুড়ি তে গিয়ে পৌঁছাবেন তিনি এবং তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন।
এরপর তিনি রবিবার রাতেই শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাবেন। সোমবারের কোনো কর্মসূচি জানা যায়নি। কিন্তু মঙ্গলবার তিনি দার্জিলিং -এ আয়োজিত একটি সরকারি বৈঠকে উপস্থিত হবেন। এরপর তিনি সেখান থেকে শিলিগুড়ি ফিরবেন এবং শিলিগুড়ি থেকে ১লা এপ্রিল কলকাতার উদ্দেশ্যে রওনা মমতা।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পাহাড়ি এলাকায় এবার পঞ্চায়েত নির্বাচন করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেজন্যই হয়তো এই সফর মুখ্যমন্ত্রী মমতার। এর আগে পাহাড়ি এলাকায় বারবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথা উঠেছিল। তবে এই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।
জানিয়ে রাখি, উত্তরবঙ্গে পৌরসভা নির্বাচনে ঘাসফুল শিবির জলপাইগুড়ি দখল করলেও দার্জিলিং দখল করেছে নতুন রাজনৈতিক দল হামরো পার্টি। তবে মুখ্যমন্ত্রী এই সফরের দার্জিলিং -এ পৌঁছাবেন এবং সেখানে জয়ী হামরো পার্টি সদস্যদের স্বাগত জানাবেন বলে জানা গিয়েছে।