mamata banerjee, west bengal, sundarban, helicopter runway trial in hingalgange, মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ, সুন্দরবন, হিঙ্গলগঞ্জে হেলিকপ্টার ওঠা নামার ট্রায়াল
সুন্দরবন সফরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী, চলল হেলিকপ্টার ওঠা নামার ট্রায়াল

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আগামী মঙ্গলবার হিঙ্গলগঞ্জে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনের আগে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকার কালীতলায় সভা করতে আসবেন তিনি। সেখানে তার আকাশ পথে আসার কথা রয়েছে। সেই কারণে কালীতলা ও টাকির মাঠে হেলিকপ্টার ওঠা নামার ট্রায়াল করা হল প্রশাসনের তরফ থেকে।

আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে তার দুই জায়গায় যাওয়ার কথা রয়েছে। প্রথমে হিঙ্গলগঞ্জের কালীতলা পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে রাজ্যের প্রশাসনিক প্রধানের সাথে প্রশাসনিক সভা করবেন। তারপর সেখান থেকে যাবেন টাকিতে। টাকিতে রাতে থাকবেন মুখ্যমন্ত্রী। তার সফর ঘিরে এখন সাজো সাজো রব জেলা প্রশাসনিক স্তরে।

এদিন টাকিতে মুখ্যমন্ত্রীর ঝটিকা সফর নিয়ে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী টাকিতে আসায় পর্যটন কেন্দ্রের প্রচার বৃদ্ধি পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, সামনের বছরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে সুন্দরবন অঞ্চলে এই সফরে গিয়ে মুখ্যমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। ওয়াকিবহাল মহলের ধারণা, এই সফরে তিনি পৃথক সুন্দরবন জেলার ঘোষণাও করতে পারেন।

মুখ্যমন্ত্রী কালীতলায় যাবেন হেলি কপ্টারে, এবং সেখান থেকে টাকিতেও যাবেন আকাশ পথে। তাই টাকি এবং কালীতলার মাঠে প্রশাসনের তরফ থেকে হেলিকপ্টার ওঠা নামার ট্রায়াল হয়। তবে হেলিপ্যাড বানানো বা ট্রায়ালই নয়, জেলা প্রশাসন টাকিতে রাস্তা মেরামত থেকে শুরু করে ইছামতী নদীর পাড়ের সৌন্দর্যায়নের উপরও জোর দিচ্ছে। মোটের উপর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও সাচ্ছন্দের ব্যাপারে জেলা প্রশাসন কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না।