kolkata international film festival, kolkata film festival 2022, arijit singh, mamata banerjee, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কলকাতা চলচ্চিত্র উৎসবে ২০২২, অরিজিৎ সিং, মমতা ব্যানার্জি
গানের অনুরোধ মুখ্যমন্ত্রীর! সবুজ মঞ্চ মেতে উঠল অরিজিৎ সিং-এর কন্ঠে 'রং দে তু মহে গেরুয়া'

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে আজকাল রাজনৈতিক যুদ্ধ এতটাই মারাত্মক হয়ে উঠেছে যে, মানুষ তার পছন্দের রং ব্যবহার করতেও আতঙ্ক বোধ করছে। আমার সকলেই জানি তৃণমূল কংগ্রেসের প্রতীক হলো সবুজ রং। অন্যদিকে বিজেপির প্রতীক হলো গেরুয়া রং। রং নিয়ে নানান দ্বন্দ্ব-বিবাদ চলাকালীন মুহূর্তে অরিজিৎ সিং-এর গাওয়া একটি গান আবারও ঝড় তুলল নেটদুনিয়ায়।

সম্প্রতি ‘পাঠান’ সিনেমার মুক্তিপ্রাপ্ত প্রথম গান ‘বেশরম রং’ এর বিরুদ্ধে বিজেপি নেতার কটাক্ষ থেকে ঠিক এমন চিত্রই উঠে আসে। গানটিতে অভিনেত্রী দীপিকা পাডুকান গেরুয়া রঙের সুইমিং সুট পরায় বিজেপি দল তার কট্টর বিরোধ করেন। এমনকি মধ্যপ্রদেশে গানটির মুক্তিও বন্ধ করে দেওয়া হয়েছে। রোমান্টিক গানে গেরুয়া রং ব্যবহার করে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলে তাদের দাবি।

কাল ছিল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মঞ্চ আলোকিত করেছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানী মুখার্জি, দেব, শুভশ্রী, রুক্মিণী, মিমিসহ বলিউড ও টলিউডের উজ্জ্বল তারকারা। তাদের সাথে একই মঞ্চে নিমন্ত্রিত ছিলেন কুমার শানু এবং অরিজিৎ সিং।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে অরিজিৎ সিং তার বক্তব্য পেশ করার পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটি গানের জন্য অনুরোধ করেন। তার অনুরোধে অরিজিৎ সিং গেয়ে ওঠেন ‘রাং দে তু মোহে গেরুয়া’। সবুজের মঞ্চে গেরুয়া গান গাওয়ার পরেই নেটদুনিয়ায় ওঠে এক ঝাঁক প্রশ্ন ও সন্দেহ।

কেউ কেউ অরিজিৎ সিংকে তৎক্ষণাতই বিজেপি দলের সমর্থক বানিয়ে দিয়েছেন। কেউ আবার বলেন, গোপন কোনো শত্রুতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই গানটি গেয়েছিলেন। কিন্তু আদতে কি তাই? অরিজিৎ সিং প্রথমে মূল মঞ্চে উঠতে নারাজ ছিলেন। তিনি দর্শকের আসনে বসে সম্পূর্ণ অনুষ্ঠানটি উপভোগ করতে চেয়েছিলেন। তবে তাকে একপ্রকার জোর করেই অন্যান্য তারকারা মঞ্চে নিয়ে যান। এর থেকে বেশ কিছুজন বলেন – তবে কি অরিজিৎ সিং এর মধ্যে লুকিয়ে আছে কোন চাপা রাগ?

এই গানটি ছাড়াও তিনি ‘বোঝেনা সে বোঝেনা’-এর টাইটেল ট্রাকটিও শুনিয়েছিলেন সকলকে। আসলে সেদিন মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ খান। তাই তার অভিনীত সিনেমারই সুপারহিট গানটি তিনি গিয়েছিলেন।অপরদিকে মঞ্চে ছিলেন রাজ চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। যার ফলে তাদেরকে উদ্দেশ্য করে ‘বোঝেনা সে বোঝেনা’ গানটিও গেয়েছিলেন।

আর রইল বাকি মঞ্চে ওঠার প্রসঙ্গ। তিনি তো প্রথম থেকেই নিজেকে একজন সাধারণ জনগণ হিসেবেই উপস্থিত করেন সকলের সামনে। শুধুমাত্র এই অনুষ্ঠানে নয়, তিনি প্রত্যেকটি বড় বড় অনুষ্ঠানে আর পাঁচটি দর্শকের মতই আচরণ করেন। তো সেই দিক থেকে কালকেও এর কোন ব্যতিক্রম ঘটেনি।