পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর আক্রমণে গোটা দেশ দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিবার পরিজন হারাচ্ছেন অসংখ্য মানুষ। বাচ্চারা হারাচ্ছে তাদের মা বাবাকে। এমত অবস্থায় মধ্যপ্রদেশ সরকার করোনায় পরিবার হারানো বাচ্চাদের মাসিক ৫০০০ টাকা করে পেনশন দেওয়ার কথা ঘোষণা করলেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এমন অভূত পূর্ব সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছেন। তিনি ঘোষণা করেন যে, করোনা ভাইরাসে যে সমস্ত বাচ্চারা নিজেদের মা বাবা বা পরিবার হারিয়েছে তাদের প্রতি মাসে যেমন দেওয়া হবে ৫০০০ টাকা করে পেনশন তেমনই তাদের শিক্ষা ক্ষেত্রে দেওয়া হবে ছাড় এবং দেওয়া হবে ফ্রি রেশন।
#COVID19 महामारी ने कई परिवारों को तोड़कर रख दिया। कई परिवार ऐसे हैं, जिनके बुढ़ापे का सहारा छिन गया और कुछ ऐसे बच्चे हैं, जिनके सिर से पिता का साया उठ गया है।
वे बच्चे, जिनके पिता, अभिभावक का साया उठ गया और कोई कमाने वाला नहीं है, इन परिवारों को रु.5000 प्रतिमाह पेंशन दी जाएगी। pic.twitter.com/vUKaioQSL5
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) May 13, 2021
তিনি বলেন, ” আমরা মাসিক ৫০০০ টাকা করে পেনশন দেব সেই সব বাচ্চাদের যারা করোনা অতিমারিতে নিজেদের মা বাবা কিংবা পরিবার হারিয়েছে। আমরা তাদের জন্য বিনামূল্যে শিক্ষা এবং বিনামূল্যে রেশন এর ব্যবস্থা করেছি। সেই সব বাচ্চাদের এবং তাদের পরিবারের জন্য।”
মধ্যপ্রদেশ এর মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহান আরও বলেন যে,” আমি সেই সমস্ত পরিবারকে লোন দেওয়ারও ব্যবস্থা করব যারা কোনও রকম কোনও কাজ করতে ইচ্ছুক।” দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে যখন সমস্ত দেশ করোনা অতিমারির বিরুদ্ধে লড়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এর এমন দৃষ্টান্ত মূলক পদক্ষেপ প্রশংসা কুড়চ্ছে ইতিমধ্যেই।
করোনা মহামারি এর বিরুদ্ধে লড়াই করতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জনসাধারণকে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি তার রাজ্যে ভ্যাক্সিনেশন যাতে তাড়াতাড়ি করা যায় সে বিষয়েও জোর দিচ্ছেন।