ওয়েব ডেস্কঃ- বিনা ঝঞ্ঝাট এ অনলাইন শপিং এখন সবাই বেছে নিয়েছে। কিন্তু এই অনলাইন শপিং এর মধ্যে বিছিয়ে রাখা হয়েছে ফাঁদ। লাদাখ সীমান্তে বারংবার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের অনুপ্রবেশকারীরা। কিন্তু ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স এর তৎপরতায় বারবারি অসফল হচ্ছে চীন। এবার অনুপ্রবেশকারী নয় সাইবারক্রাইমের ফাঁদ পাতল বেজিং।
সাইবার নিরাপত্তা সংস্থা তথা সাইবার পিসি ফাউন্ডেশন এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত কয়েক মাসে কয়েক লক্ষ ভারতীয় তথ্য হাতাতে সাইবার হানা দিচ্ছে চিনা হ্যাকাররা। ভারতের উৎসবের মরশুমে লক্ষাধিক মানুষের তথ্য হাতাতে সাইবার হানা দিচ্ছে হ্যাকাররা। চিনের হুয়াং এবং হেনান প্রদেশের হ্যাকাররা এই হানা দিচ্ছে বলে জানা গেছে।
গত অক্টোবর এবং নভেম্বর এই দুই মাস ভারতীয়দের কাছে ছিল উৎসবের মরশুম। আর উৎসবের জন্য সবাই কেনাকাটায় ঝাপিয়ে পড়েন। কিন্তু করোনা আবহে সশরীরে মার্কেটে যাওয়ার থেকে অনলাইন শপিং টাই বেশির ভাগ মানুষ বেছে নিয়েছেন। তার ভিতরে বিভিন্ন অনলাইন ই-কমার্স সাইট গুলি বেশি কাস্টমার পেতে বিভিন্ন ধরনের সেল দিয়ে থাকে। যার কারণে কাস্টমার ঝাপিয়ে পড়ে সেগুলোর উপর। চিনা হ্যাকাররা ই-কমার্স ওয়েবসাইট গুলো ব্যবহার করে হাতানোর চেষ্টা করছে ভারতীয় তথ্য।

বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট গুলিতে বিভিন্ন ধরনের সেল চলতে থাকে নানা সময়। সবথেকে বেশি সেল চলে উৎসবের সময়। সেই সময়টাকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। হ্যাকাররা বিভিন্ন সেলের ইউআরএল পাল্টে নিজেদের ইউআরএল তৈরি করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে রেখেছে। লিঙ্কে চাপ দিলেই ব্যাস আপনার সব তথ্য তাদের হাতের মুঠোয়। এভাবে লক্ষাধিক মানুষের তথ্য হাতাতেই-কমার্স সাইটগুলো ব্যবহার করছে হ্যাকাররা।
সাইবার পিসি ফাউন্ডেশন তদন্ত সূত্রে, ‘বিগ বিলিয়ন ডে’ এবং ‘স্পিন দা লাকি হুইল স্ক্যাম’ অ্যামাজন ফ্লিপকার্ট এর মত বড় বড় সেল গুলিকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। এর আগেও অনেকবার সাইবার হানা দিয়েছে চিনা হ্যাকার। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দিনদিন অনলাইন শপিংয়ের চাহিদা বাড়বে সঙ্গে ক্রেতাও বাড়বে। আর সাইবার হানা বাড়বে অনেকটাই।