arjun singh, bjp, cid, অর্জুন সিং, গ্রেপ্তার করতে পারবে না
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ নারদা কান্ডে কলকাতার ৪ জন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করায় তোলপাড় রাজ্য রাজনীতি। তবে এবার সিআইডির নোটিশ গেল বিজেপি সাংসদ অর্জুন সিং এর কাছে এবং তাকে ২৫ তারিখের মধ্যে ভবানী ভবনে তলব করা হয়েছে।

তবে কি কারণে বিজেপি সাংসদ অর্জুন সিং কে তলব তলব করা হল ? প্রসঙ্গত, ২০২০ সালে ভাটপাড়ায় একটি নিকাশি নালার নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছিল। তবে ওই নালা নির্মাণের জন্য টেন্ডার ডাকা হলেও, ওই প্রকল্পের দায়ভার দেওয়া হয়েছিল অর্জুনের এক ঘনিষ্ঠ ব্যক্তিকে। তার বিরুদ্ধে অভিযোগ, নালা নির্মাণের জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ করা হলেও এখনও পর্যন্ত সেই নিকাশি নালার বাস্তবে তৈরি হয়নি। এই মামলার তদন্তের জেরে অর্জুন সিং এর কাছে পৌঁছাল সিআইডির নোটিশ।

arjun singh, bjp, cid, অর্জুন সিং, গ্রেপ্তার করতে পারবে না
ছবি – সংগৃহীত

সিআইডির ওই নোটিশে বলা হয়েছে, ‘ভাটপাড়ার নিকাশি নালার নির্মাণ নিয়ে ২০২০ সালে যে মামলা দায়ের হয়েছে ওই মামলায় অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তে প্রমাণিত অর্জুনের কাছে ওই মামলার সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। তদন্তের স্বার্থেই অর্জুনের ভূমিকা খতিয়ে দেখার প্রয়োজন।” তার জন্যেই আগামী ২৫ মে ভবানী ভবনে তলব করা হয়েছে অর্জুন সিং-কে।

সিআইডির নোটিশ হাতে পেয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “সিআইডির জেরায় সহযোগিতা করতে আমার কোন আপত্তি নেই।” তবে ভার্চুয়াল মাধ্যমে জেরা করার দাবি জানিয়েছেন অর্জুন সিং। তিনি জানান, “রাজ্যজুড়ে করোনা সংক্রমনের যে পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ভবানী ভবনে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না।” তাই তিনি ভার্চুয়াল মাধ্যমেই জেরা করার আর্জি করলেন।

arjun singh, bjp, cid, অর্জুন সিং, গ্রেপ্তার করতে পারবে না
ছবি – সংগৃহীত

এছাড়াও তিনি আরও বলেন, “সিআইডি যে নোটিস দিয়েছে তা পেয়েছি। ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করুক। সহযোগিতা করতে রাজি আছি। এই মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়া হোক, এটাও চাইছি আমি। কারণ এ রাজ্যে সঠিক বিচার পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে আমার। বাংলার বিজেপি নেতাদের বিরুদ্ধ যে কোনও মামলাই রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানাচ্ছি। আমায় জিজ্ঞাসাবাদ করতেই পারে কিন্তু গ্রেপ্তার করতে পারবে না। কারণ সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন নেওয়া আছে আমার। এই মামলা নিয়ে প্রয়োজনে আমি ফের সুপ্রিম কোর্টের দারস্থ হব।’‌