পশ্চিমবঙ্গ ডেস্কঃ কোচবিহারের শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জাওয়ান-কে নোটিশ পাঠিয়ে তলব করল সিআইডি (CID)। এই প্রথম নয়, এর আগেও দুইবার কেন্দ্রীয় বাহিনীর দুই অফিসার ও চার কনস্টেবলকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। এই নিয়ে তৃতীয় বার কোচবিহারের শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীকে তলব করল সিআইডি।
মনে আছে শীতলকুচি কান্ডের কথা ? ১০ ই এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে রণক্ষেত্রের ময়দান সৃষ্টি হয়েছিল। শীতলকুচির ১২৬ নম্বর বুথে সাত-সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে ১৮ বছরের এক তরুণ যুবক দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারায়। তারপর বেলা সাড়ে ১০ টা নাগাদ গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ঘিরে ফেলার চেষ্টা করে। আত্মরক্ষার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা গুলি চালায়। কেন্দ্রীয় বাহিনীর গুলির আঘাতে মৃত্যু হয় ৪ জন গ্রামবাসীর।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতে বাস নিয়ে ফের বড় ঘোষণা রাজ্যের
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে কোচবিহারের কথা বললেই শীতলকুচি কথাটা আগেই মনে পড়ে যায়। সেই শীতলকুচি কাণ্ডের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ৬ জাওয়ানকে তলব করল সিআইডি। এর আগেও দুইবার নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা ভবানীভবনে আসেননি।
জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কথা ভেবেই কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা নাচোক করেছিল সেই নোটিশ। তবে সিআইডির কাছে কেন্দ্রীয় বাহিনীর যাওয়ার ভিডিও কনফারেন্সের আর্জি জানিয়ে ছিলেন। তবে তাদের সেই দাবি অস্বীকার করে সিআইডি। সিআইডির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, সশরীরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাজিরা দিতে হবে। তাই আবার নোটিশ পাঠিয়ে তলব করা হলো ওই ছয় জন জাওয়ানকে।
আরও পড়ুনঃ “নির্যাতনের কাহিনী শুনে আমার চোখের জল শুকিয়ে গিয়েছে” কোচবিহার থেকে টুইট রাজ্যপালের
সিআইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে, আগামী ২৫ শে মে থেকে ২’রা জুনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ৬ জাওয়ানকে আলাদা আলাদা ভাবে তলব করা হবে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে যে চারজনের মৃত্যু হয়। সেই মৃত্যুর ঘটনার তদন্তে নেমে কেন্দ্রীয় বাহিনীর দুই অফিসার ও চার কনস্টেবলকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। সিআইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে, শীতলকুচি কাণ্ডে সেদিন কোন পরিস্থিতিতে এবং কার নির্দেশে গুলি চালানো হয়েছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।