করোনা ভাইরাস, লক ডাউন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশের মত পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে। বন্ধ হয়ে গেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়ে গেছে সমস্ত পরীক্ষা। এছাড়াও সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ফের ওয়ার্ক ফ্রম হোমের কথা ঘোষণা করা হয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতি এবং করোনা মোকাবিলায় সরকারি স্তরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বৈঠক হয়েছে। রাজ্যের প্রধান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিশেষ টাস্ক ফোর্স এর সাথে করোনা মোকাবিলায় একাধিক কর্মসূচীর কথা ঘোষণা করেছে।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এই করোনা মোকাবিলা সম্পর্কে বলেন, “নাইট কার্ফু বা লকডাউন কোনটাই সুরাহা করতে পারবে না। বরং আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে মানুষকে। প্ল্যানিং করতে হবে কোভিড মোকাবিলার জন্য। মানুষকে আতঙ্কিত নয়, সচেতন করতে হবে। ”

তিনি আরও বলেন, ” রাজ্যে পর্যাপ্ত ভ্যাক্সিন নেই। অক্সিজেনের প্রয়োজন রয়েছে। তাই কেন্দ্রকে এই বিষয় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়টিকে নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। প্রয়োজনে জরুরি ভিত্তিতে রাজ্য সরকারকে বাজার থেকে ভ্যাক্সিন কিনতে হবে। ”

অন্যদিইকে রাজ্যে বিধানসভা ভোটকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই দিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে এক হাত নেন। তিনি বলেন যে, ভোট এতো ভাগে না হয়ে কম ভাগে হওয়া উচিৎ ছিল। আর নির্বাচন কমিশনের উচিৎ ছিল জন সভা বা র‍্যালি গুলিকে নিয়ন্ত্রণ করা। তিনি করোনা মোকাবিলা প্রসঙ্গে আবারও বলেন যে, সমস্ত  স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন যে, রাজ্যে ২০০ টি সেফ হোম আছে। আছে ৪০০ অ্যাম্বুলেন্স। সেফ হমে প্রায় ১১০০০ হাজার বেড আছে। ১০০ টি সরকারি হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। এছাড়াও ৫৮ টি বেসরকারি হাসপাতালকেও কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে বলে জানান তিনি।