অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়, কয়লা কান্ড.
কিছুতেই পিছু ছাড়ছে না কয়লা কাণ্ড, ফের অভিষেক-রুজিরাকে দিল্লি ডেকে পাঠালো ইডি | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ কয়লা কান্ড যেনো পিছু ছাড়ছে না অভিষেক-রুজিরার। ফের তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী সপ্তাহেই ইডির সদরদপ্তরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।

এর আগেও একাধিকবার ইডির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল তাদের দুজনকে। তবে দিল্লিতে গিয়ে ইডির সদরদপ্তরে গিয়ে হাজিরা দেওয়া নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-রুজিরা। তাদের দাবি, তারা দু’জনই কলকাতার বাসিন্দা। তাহলে তাদেরকে কেন দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে ? তারা যেহেতু কলকাতার বাসিন্দা, সেই কারণে তাদেরকে কলকাতাতেই যেন জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হয় তারই আবেদন জানিয়েছিলেন দিল্লি হাইকোর্টে। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি তুষার মেহেতা এই আবেদনের শুনানিতে জানিয়েছিলেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকার রয়েছে সর্বভারতীয় স্তরে তদন্ত করার। তা ছাড়া বেআইনি আর্থিক লেনদেনের মামলা কোনও থানা বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না।”

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী জানিয়েছিলেন, মহিলা, শিশু এবং শারীরিকভাবে অক্ষমদের বাড়িতে গিয়ে জেরা করার নিয়ম। আইনজীবীর উত্তর সুযোগ্য না হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট।

পাশাপাশি অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, “পুরো বিষয়টির তদন্ত করছে ইডির দপ্তরের একটি ইউনিট। সুতরাং, জেরা করতে তাঁরা দিল্লিতে ডাকতেই পারেন। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ। দিল্লিতে একটি ঠিকানা রয়েছে তাঁর। তাহলে অসুবিধার তো কোনও কারণ নেই।” এই আবেদন খারিজ হওয়ার পর ফের ইডির সদরদপ্তরে আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।