cocaine, drug, drugs, হেরোইন পাচার, ২৫ কোটি টাকার হেরোইন
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আসন্ন একুশের বিধানসভা ভোটের আগেই বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। পূর্ব বর্ধমান থেকে হেরোইন পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় এক অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, পূর্ব বর্ধমান থেকে হেরোইন পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় সুনীল হালদার নামে এক অভিযুক্তকে। প্রায় ২৫ কোটি টাকারও বেশি হিরোইন মিলেছে তার কাছে। এর আগেও মাদক পাচারের অভিযোগে নাম জড়িয়ে আছে ওই ব্যক্তির। অনেকদিন ধরেই খোঁজ চালাচ্ছিল পুলিশ।

হঠাৎ সোমবার গোপন সূত্রে খবর আসে, সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের রসুলপুরে সে হেরোইন পাচার করতে যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এসটিএফ গোয়েন্দা বিভাগ। ঠিক রাত সাড়ে এগারোটা নাগাদ রসুলপুরে পৌঁছায় সুনীল হালদার। তার সঙ্গে একটি গাড়িও ছিল। গোয়েন্দা বিভাগের তৎপরতায় গাড়িটিকে আটক করে পুলিশ।

সেখানেই সুনীল হালদার ও গাড়িটির তল্লাশি শুরু করে গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, তল্লাশি করার পর গাড়ি থেকে পাওয়া যায় হেরোইন। পুলিশ জানিয়েছে প্রায় ২৫ কোটি টাকার উপরে হেরোইন উদ্ধার করা হয়েছে তার গাড়ি থেকে। কতটা হেরোইন ছিল সেই গাড়িতে ? পুলিশ জানিয়েছে, ৫ কেজি ১৮ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে গাড়ি থেকে। যার মূল্য আনুমানিক ২৫ কোটি ৯ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, সুনীল হালদার অনেকদিন ধরেই চালাচ্ছিল এই মাদক পাচারের কাজ। অন্যান্য রাজ্য থেকে মাদক দ্রব্য এনে পাচার করে বেরায় সে। তবে আজ এত টাকার মাদকদ্রব্য কার হাতে তুলে দিতে যাচ্ছিল সে বিষয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সুনীল হালদার কে গ্রেপ্তার করার সাথে বাজেয়াপ্ত করেছে সুনীলের গাড়িটিও। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আজ মঙ্গলবার আদালতে পেশ করা হবে বলে জানিয়েছিলেন এক অন ডিউটি পুলিস অফিসার।