পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বছরের শুরুর প্রথম সপ্তাহে বাংলার আবহাওয়া কনকনে ঠান্ডার দাপট দেখল। এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে যে সারা মাস ধরেই বজায় থাকবে শীতের কড়া ইনিংস।পিঠেপুলির সাথে শীতের আমেজে জুবুথুবু গোটা রাজ্যবাসী। পৌষমাস এগোতেই শীতের আধিক্য বাড়ায় ভ্রমণ, পিকনিক এবং বিভিন্ন মেলায় মেতেছে বাঙালি। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী এক সপ্তাহ ঠান্ডার প্রকোপ প্রায় একই রকম থাকবে।
দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের (৮ই জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৪ ডিগ্রি সেলসিয়াস ।
সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৩ ডিগ্রি সেলসিয়াস ।
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণঃ ৭০ শতাংশ ।
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণঃ ৫৯ শতাংশ ।
বৃষ্টিপাতঃ সম্ভাবনা একদমই নেই ।
হওয়ার গতিবেগঃ ১.৮ কিমি/ ঘন্টা ।
সূর্যোদয়ঃ সকাল ৬টা ১৮মি ।
সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ০৯মি ।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে এই জেলাগুলিতে ঘন কুয়াশার প্রভাব দেখা যাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের জারি করা রিপোর্ট অনুযায়ী এই জেলাগুলিতে ঘন কুয়াশার দরুন দৃশ্যমানতা ৫০ থেকে ১৯৯ মিটার হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সকালের দিকে অল্প কুয়াশার দেখা মিলবে। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আগের দিনের তুলনায় ২ ডিগ্রী বৃদ্ধি পাবে। এছাড়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে কোন জেলাতেই বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী এক সপ্তাহ শীতের প্রকোপ একই রকম থাকবে। আগামীকালের সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বৃদ্ধি পেলেও তা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার আধিক্য থাকতে পারে। দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার সাথে সাথে হালকা হওয়ার দেখা মিলবে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠবে এবং কুয়াশা কেটে যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের।